কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৫৬
আন্তর্জাতিক নং: ১৬৫৬
উনত্রিশ দিনে মাস হওয়া প্রসঙ্গে
১৬৫৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মাসের কতদিন অতিবাহিত হয়েছে? রাবী বলেন, আমরা বললামঃ বাইশ দিন এবং আট দিন অবশিষ্ট আছে। একটা অঙ্গুলী আটকে রেখে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ মাস এতদিনে হয়, মাস এত দিনে হয় এবং মাস এতদিনে হয়। এভাবে তিনি তিনবার বললেন।
بَاب مَا جَاءَ فِي الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كَمْ مَضَى مِنْ الشَّهْرِ قَالَ قُلْنَا اثْنَانِ وَعِشْرُونَ وَبَقِيَتْ ثَمَانٍ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الشَّهْرُ هَكَذَا وَالشَّهْرُ هَكَذَا وَالشَّهْرُ هَكَذَا ثَلَاثَ مَرَّاتٍ وَأَمْسَكَ وَاحِدَةً
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৬৫৭
আন্তর্জাতিক নং: ১৬৫৭
উনত্রিশ দিনে মাস হওয়া প্রসঙ্গে
১৬৫৭। মুহাম্মাদ ইব্‌ন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)...... সা'দ ইবন আবী ওয়াককাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ মাস এতদিনে হয়, মাস এতদিনে হয়, মাস এতদিনে হয় এবং তৃতীয়বারে তিনি একটি অঙ্গুলী বন্ধ করে রাখেন।
بَاب مَا جَاءَ فِي الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ عَنْ إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا وَعَقَدَ تِسْعًا وَعِشْرِينَ فِي الثَّالِثَةِ
হাদীস নং:১৬৫৮
আন্তর্জাতিক নং: ১৬৫৮
উনত্রিশ দিনে মাস হওয়া প্রসঙ্গে
১৬৫৮। মুজাহিদ ইব্‌ন মুসা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সময় (রামাযানের সাওম) উনত্রিশ দিনের চাইতে ত্রিশ দিনেই বেশীরভাগ পালন করেছি।
بَاب مَا جَاءَ فِي الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ
حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ الْمُزَنِيُّ حَدَّثَنَا الْجُرَيْرِيُّ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَا صُمْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم تِسْعًا وَعِشْرِينَ أَكْثَرُ مِمَّا صُمْنَا ثَلَاثِينَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান