কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৬১৩
আন্তর্জাতিক নং: ১৬১৩
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
সফরে মারা যাওয়া প্রসঙ্গে
১৬১৩। জামীল ইবন হাসান (রাহঃ).... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সফরে থাকা অবস্থায় মারা যাওয়া শাহাদতের অন্তর্ভুক্ত।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِيمَنْ مَاتَ غَرِيبًا
- حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ قَالَ حَدَّثَنَا أَبُو الْمُنْذِرِ الْهُذَيْلُ بْنُ الْحَكَمِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي رَوَّادٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَوْتُ غُرْبَةٍ شَهَادَةٌ
তাহকীক:
হাদীস নং: ১৬১৪
আন্তর্জাতিক নং: ১৬১৪
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
সফরে মারা যাওয়া প্রসঙ্গে
১৬১৪। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মদীনায় জন্মগ্রহণকারী জনৈক ব্যক্তি মদীনায় মারা যায়। নবী (ﷺ) তার জানাযার সালাত আদায় করেন। এরপর তিনি বলেনঃ আহ! এ ব্যক্তি যদি তার জন্মস্থান ব্যতীত অন্যত্র মারা যেত! তখন লোকদের থেকে একজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! তা কেন? তিনি বললেনঃ কোন ব্যক্তি যখন তার জন্মস্থান ব্যতীত অন্য খানে মারা যায়, তখন তার মৃত্যুর স্থান থেকে তার জন্ম স্থান পর্যন্ত যমীন তার জন্য জান্নাতে নির্ধারণ করে দেওয়া হয়।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِيمَنْ مَاتَ غَرِيبًا
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ حَدَّثَنِي حُيَيُّ بْنُ عَبْدِ اللهِ الْمَعَافِرِيُّ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ تُوُفِّيَ رَجُلٌ بِالْمَدِينَةِ مِمَّنْ وُلِدَ بِالْمَدِينَةِ فَصَلَّى عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ يَا لَيْتَهُ مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ فَقَالَ رَجُلٌ مِنْ النَّاسِ وَلِمَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّ الرَّجُلَ إِذَا مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ قِيسَ لَهُ مِنْ مَوْلِدِهِ إِلَى مُنْقَطَعِ أَثَرِهِ فِي الْجَنَّةِ
তাহকীক: