কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৬১০
আন্তর্জাতিক নং: ১৬১০
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মৃতের বাড়ীতে খানা প্রেরণ প্রসঙ্গে
১৬১০। হিশাম ইব্ন 'আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন জাফর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জাফর (রাযিঃ) এর লাশ যখন আনা হলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা জা'ফরের পরিবারের জন্য খানা তৈরী কর। কেননা, তাদের এমন বিপদ পেয়ে বসেছে, যা তাদের ব্যস্ত রেখেছে; অথবা এমন অবস্থা হয়েছে, যা তাদের ব্যস্ত করে রেখেছে।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الطَّعَامِ يُبْعَثُ إِلَى أَهْلِ الْمَيِّتِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ جَعْفَرِ بْنِ خَالِدٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ قَالَ لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ أَوْ أَمْرٌ يَشْغَلُهُمْ
তাহকীক:
হাদীস নং: ১৬১১
আন্তর্জাতিক নং: ১৬১১
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মৃতের বাড়ীতে খানা প্রেরণ প্রসঙ্গে
১৬১১। ইয়াহইয়া ইব্ন খালাফ ও আবু সালামা (রাহঃ)....আসমা বিনত উমায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন জা'ফর (রাযিঃ) কে শহীদ করা হয়, তখন রাসূলুল্লাহ (ﷺ) নিজের পরিবারের কাছে আসেন এবং বলেন, জা'ফরের পরিবারকে তাদের মৃত ব্যক্তি নিয়ে ব্যস্ত রাখা হয়েছে। কাজেই, তোমরা তাদের জন্য খানা তৈরী কর।
'আব্দুল্লাহ (রাযিঃ) বললেনঃ এটা সুন্নত হিসাবে পরিগণিত হয়; তবে এটা অহংকার ও প্রদর্শনীর পর্যায়ে পৌঁছে গেলে তা বর্জন করা হয়।
'আব্দুল্লাহ (রাযিঃ) বললেনঃ এটা সুন্নত হিসাবে পরিগণিত হয়; তবে এটা অহংকার ও প্রদর্শনীর পর্যায়ে পৌঁছে গেলে তা বর্জন করা হয়।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الطَّعَامِ يُبْعَثُ إِلَى أَهْلِ الْمَيِّتِ
- حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ أَبُو سَلَمَةَ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي بَكْرٍ عَنْ أُمِّ عِيسَى الْجَزَّارِ قَالَتْ حَدَّثَتْنِي أُمُّ عَوْنٍ ابْنَةُ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ عَنْ جَدَّتِهَا أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ قَالَتْ لَمَّا أُصِيبَ جَعْفَرٌ رَجَعَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِلَى أَهْلِهِ فَقَالَ إِنَّ آلَ جَعْفَرٍ قَدْ شُغِلُوا بِشَأْنِ مَيِّتِهِمْ فَاصْنَعُوا لَهُمْ طَعَامًا قَالَ عَبْدُ اللهِ فَمَا زَالَتْ سُنَّةً حَتَّى كَانَ حَدِيثًا فَتُرِكَ
তাহকীক:
বর্ণনাকারী: