কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪৫৬
আন্তর্জাতিক নং: ১৪৫৬
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মৃত ব্যক্তিকে চুম্বন করা
১৪৫৬। আবু বকর ইব্‌ন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) আয়েশা (রাযিঃ)–থেকে বর্ণিত। তিনি বলেনঃ মৃত উছমান ইবন মাযয়ুন (রাযিঃ) কে রাসূলুল্লাহ (ﷺ) চুম্বন করেন। আর আমি যেমন এখনো তাঁর গন্ড মুবারক বেয়ে অশ্রু ঝরতে দেখছি।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي تَقْبِيلِ الْمَيِّتِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَبَّلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عُثْمَانَ بْنَ مَظْعُونٍ وَهُوَ مَيِّتٌ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى دُمُوعِهِ تَسِيلُ عَلَى خَدَّيْهِ
হাদীস নং: ১৪৫৭
আন্তর্জাতিক নং: ১৪৫৭
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মৃত ব্যক্তিকে চুম্বন করা
১৪৫৭। আহমাদ ইবন সিনান 'আব্বাস ইবন 'আব্দুল 'আযীম ও সাহল ইব্‌ন আবু সাহল (রাহঃ) ….. ইব্‌ন 'আব্বাস ও 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। আবু বকর (রাযিঃ) নবী (ﷺ) কে চুম্বন করেন। আর এ সময় তিনি ইনতিকাল করেছেন।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي تَقْبِيلِ الْمَيِّتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ وَالْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ سُفْيَانَ عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ ابْنِ عَبَّاسٍ وَعَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ قَبَّلَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ مَيِّتٌ.