কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১২০০
আন্তর্জাতিক নং: ১২০০
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সওয়ারীর উপর বিতরের সালাত আদায় করা প্রসঙ্গে
১২০০। আহমদ ইবন সিনান (রাহঃ) ….. সা'য়ীদ ইবন ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ইবন 'উমর (রাযিঃ)-এর সঙ্গে ছিলাম। তখন আমি পেছনে পড়ে গেলাম এবং (নীচে নেমে) বিতরের সালাত আদায় করলাম। তিনি বললেনঃ কিসে তোমাকে পিছনে ফেলেছে? আমি বললামঃ আমি বিতরের সালাত আদায় করছিলাম। তখন তিনি বললেনঃ তোমার জন্য কি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর উত্তম আদর্শ বিদ্যমান নেই? আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর উটের পিঠে থাকাবস্থায় বিতরের সালাত আদায় করতেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي الْوِتْرِ عَلَى الرَّاحِلَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فَتَخَلَّفْتُ فَأَوْتَرْتُ فَقَالَ مَا خَلَفَكَ قُلْتُ أَوْتَرْتُ . فَقَالَ أَمَا لَكَ فِي رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أُسْوَةٌ حَسَنَةٌ قُلْتُ بَلَى . قَالَ فَإِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُوتِرُ عَلَى بَعِيرِهِ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১২০১
আন্তর্জাতিক নং: ১২০১
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সওয়ারীর উপর বিতরের সালাত আদায় করা প্রসঙ্গে
১২০১। মুহাম্মাদ ইবন ইয়াযীদ আসফাতী (রাহঃ) …. ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) সওয়ারীর উপর থাকাবস্থায় সালাতুল বিতর আদায় করতেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي الْوِتْرِ عَلَى الرَّاحِلَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الأَسْفَاطِيُّ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُوتِرُ عَلَى رَاحِلَتِهِ .
তাহকীক: