কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১০০৮
আন্তর্জাতিক নং: ১০০৮
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
কিবলার বর্ণনা
১০০৮। 'আব্বাস ইবন 'উসমান দিমাশকী (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ শেষে যখন মাকামে ইবরাহীমে আসেন তখন উমর (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। এটাতো আমাদের পিতা ইবরাহীম (আ)-এর মাকাম, যে সম্পর্কে আল্লাহ্ বলেছেনঃ
واتخذوا من مقام إبراهيم مصلى
"তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থান হিসেবে নির্ধারণ করে নাও।”
ওয়ালীদ (রাহঃ) বলেন, আমি ইমাম মালিক (রাহঃ)-কে বললামঃ তিনি কি এভাবে واتحنوا পড়েছেন? তিনি বললেনঃ হ্যাঁ।
واتخذوا من مقام إبراهيم مصلى
"তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থান হিসেবে নির্ধারণ করে নাও।”
ওয়ালীদ (রাহঃ) বলেন, আমি ইমাম মালিক (রাহঃ)-কে বললামঃ তিনি কি এভাবে واتحنوا পড়েছেন? তিনি বললেনঃ হ্যাঁ।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الْقِبْلَةِ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ قَالَ لَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ طَوَافِ الْبَيْتِ أَتَى مَقَامَ إِبْرَاهِيمَ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ هَذَا مَقَامُ أَبِينَا إِبْرَاهِيمَ الَّذِي قَالَ اللَّهُ (وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ) . قَالَ الْوَلِيدُ فَقُلْتُ لِمَالِكٍ أَهَكَذَا قَرَأَ (وَاتَّخِذُوا) قَالَ نَعَمْ .
তাহকীক:
হাদীস নং: ১০০৯
আন্তর্জাতিক নং: ১০০৯
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
কিবলার বর্ণনা
১০০৯। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রাযিঃ) বলেছেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! যদি আপনি মাকামে ইবরাহীমকে সালাতের স্থান হিসেবে নির্ধারণ করতেন। তখন আয়াতটি নাযিল হয়। واتخذوا من مقام إبراهيم مصلى
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الْقِبْلَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ عُمَرُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْتَ مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى فَنَزَلَتْ (وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى) .
তাহকীক:
হাদীস নং: ১০১০
আন্তর্জাতিক নং: ১০১০
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
কিবলার বর্ণনা
১০১০। 'আলকামা ইবন 'আমর দারিমী (রাহঃ).... বারা' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমরা আঠার মাস যাবত রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করি। মদীনায় প্রবেশের দুই মাস পরে কা'বা শরীফের দিকে কিবলা ঘুরিয়ে দেওয়া হয়। আর রাসূলুল্লাহ্ (ﷺ) যখন বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতেন, তখন অধিকাংশ সময়ে তিনি তাঁর চেহারা আসমানের দিকে ফিরাতেন। আল্লাহ তাঁর নবীর মনের আকাঙ্ক্ষা জানতেন যে, তিনি কা'বাকে পছন্দ করেন। এ সময় জিবরাঈল (আ) আরোহণ করেন এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দৃষ্টি তাঁর অনুসরণ করেঃ যখন তিনি আসমান ও যমীনের মাঝখান দিয়ে অগ্রসর হচ্ছেন এবং তিনি কি হুকুম নিয়ে আসছেন তা তিনি (নবী) দেখতে পাচ্ছিলেন। তখন আল্লাহ্ এ আয়াত নাযিল করেন।
قد نرى تقلب وجهك فى السماء………. الاية
"আমি তো দেখছি যে, আপনি আপনার চেহারা বারবার আকাশের দিকে ফিরাচ্ছেন............।”
এরপর আমাদের কাছে একজন আগন্তুক আসেন। এসে বললেনঃ কিবলা তো কা'বা ঘরের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অথচ আমরা তখন বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে দুই রাক'আত সালাত আদায় করেছি। আমরা রুকূতে থাকাবস্থায় আমাদের কিবলা পরিবর্তন করি আর আমরা অবশিষ্ট সালাত বায়তুল্লাহর দিকে ফিরে আদায় করি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে জিবরাঈল! আমাদের সেই সালাতের অবস্থা কি-যা আমরা বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে আদায় করেছি? তখন মহান আল্লাহ এ আয়াত নাযিল করেনঃ
وما كان الله ليضيع ايمانكم
“আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করবেন না।"
قد نرى تقلب وجهك فى السماء………. الاية
"আমি তো দেখছি যে, আপনি আপনার চেহারা বারবার আকাশের দিকে ফিরাচ্ছেন............।”
এরপর আমাদের কাছে একজন আগন্তুক আসেন। এসে বললেনঃ কিবলা তো কা'বা ঘরের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অথচ আমরা তখন বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে দুই রাক'আত সালাত আদায় করেছি। আমরা রুকূতে থাকাবস্থায় আমাদের কিবলা পরিবর্তন করি আর আমরা অবশিষ্ট সালাত বায়তুল্লাহর দিকে ফিরে আদায় করি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে জিবরাঈল! আমাদের সেই সালাতের অবস্থা কি-যা আমরা বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে আদায় করেছি? তখন মহান আল্লাহ এ আয়াত নাযিল করেনঃ
وما كان الله ليضيع ايمانكم
“আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করবেন না।"
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الْقِبْلَةِ
حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ عَمْرٍو الدَّارِمِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ ثَمَانِيَةَ عَشَرَ شَهْرًا وَصُرِفَتِ الْقِبْلَةُ إِلَى الْكَعْبَةِ بَعْدَ دُخُولِهِ إِلَى الْمَدِينَةِ بِشَهْرَيْنِ وَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا صَلَّى إِلَى بَيْتِ الْمَقْدِسِ أَكْثَرَ تَقَلُّبَ وَجْهِهِ فِي السَّمَاءِ وَعَلِمَ اللَّهُ مِنْ قَلْبِ نَبِيِّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ يَهْوَى الْكَعْبَةَ فَصَعِدَ جِبْرِيلُ فَجَعَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُتْبِعُهُ بَصَرَهُ وَهُوَ يَصْعَدُ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ يَنْظُرُ مَا يَأْتِيهِ بِهِ فَأَنْزَلَ اللَّهُ (قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ) الآيَةَ فَأَتَانَا آتٍ فَقَالَ إِنَّ الْقِبْلَةَ قَدْ صُرِفَتْ إِلَى الْكَعْبَةِ وَقَدْ صَلَّيْنَا رَكْعَتَيْنِ إِلَى بَيْتِ الْمَقْدِسِ وَنَحْنُ رُكُوعٌ فَتَحَوَّلْنَا فَبَنَيْنَا عَلَى مَا مَضَى مِنْ صَلاَتِنَا فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يَا جِبْرِيلُ كَيْفَ حَالُنَا فِي صَلاَتِنَا إِلَى بَيْتِ الْمَقْدِسِ " . فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ (وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ) .
তাহকীক:
হাদীস নং: ১০১১
আন্তর্জাতিক নং: ১০১১
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
কিবলার বর্ণনা
১০১১। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া আযদী (রাহঃ) ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া নিশাপুরী (রাহঃ)..... আবু হুরায়রা (লা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পূর্ব ও পশ্চিমের মাঝখানে কিবলা অবস্থিত।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الْقِبْلَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، قَالاَ حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ " .