কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৩৪
আন্তর্জাতিক নং: ৮৩৪
ইশার সালাতে কির'আত পাঠ
৮৩৪। মুহাম্মাদ ইবন সাব্বাহ ও 'আব্দুল্লাহ্ ইবন 'আমির ইবন যুরারা (রাহঃ)........ বারা' ইবন 'আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ)-এর সঙ্গে 'ইশার সালাত আদায় করেন। তিনি বলেনঃ আমি তাঁকে সূরা 'ত্বিন ওয়ায্-যায়তূন' পাঠ করতে শুনেছি।
بَاب الْقِرَاءَةِ فِي صَلَاةِ الْعِشَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، جَمِيعًا عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ الْعِشَاءَ الآخِرَةَ قَالَ فَسَمِعْتُهُ يَقْرَأُ بِالتِّينِ وَالزَّيْتُونِ
হাদীস নং:৮৩৫
আন্তর্জাতিক নং: ৮৩৫
ইশার সালাতে কির'আত পাঠ
৮৩৫। মুহাম্মাদ ইবন সাব্বাহ ও 'আব্দুল্লাহ ইবন 'আমির ইবন যুবারা (রাহঃ) ….. বারা' (রাযিঃ) থেকে বর্ণিত আছে। তিনি বলেনঃ আমি তাঁর চাইতে উত্তম তিলাওয়াত ও সুমধুর কণ্ঠ আর কারো থেকে শুনিনি।
بَاب الْقِرَاءَةِ فِي صَلَاةِ الْعِشَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، جَمِيعًا عَنْ مِسْعَرٍ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ، مِثْلَهُ ‏.‏ قَالَ فَمَا سَمِعْتُ إِنْسَانًا، أَحْسَنَ صَوْتًا أَوْ قِرَاءَةً مِنْهُ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৩৬
আন্তর্জাতিক নং: ৮৩৬
ইশার সালাতে কির'আত পাঠ
৮৩৬। মুহাম্মাদ ইবন রুমহ্ (রাহঃ) ........ জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। একদা মু'আয ইবন জাবাল (রাযিঃ) তার সঙ্গীদের নিয়ে ইশার সালাত লম্বা করে আদায় করেন। তখন নবী (ﷺ) বললেনঃ তুমি সূরা ওয়াশ-শামস সূরা আ'লা, সূরা লায়ল ও সূরা 'আলাক পাঠ করবে।
بَاب الْقِرَاءَةِ فِي صَلَاةِ الْعِشَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، صَلَّى بِأَصْحَابِهِ الْعِشَاءَ فَطَوَّلَ عَلَيْهِمْ فَقَالَ لَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اقْرَأْ بِالشَّمْسِ وَضُحَاهَا وَسَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى وَاللَّيْلِ إِذَا يَغْشَى وَاقْرَأْ بِسْمِ رَبِّكَ ‏"‏ ‏.‏