কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫৫৯
আন্তর্জাতিক নং: ৫৫৯
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
চামড়ার মোজা ও জুতার উপর মাসেহ প্রসঙ্গে
৫৫৯। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ......... মুগীরা ইবন শো'বা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) উযূ করেন এবং তিনি চামড়ার মোজা ও জুতার উপর মাসেহ করেন।
أبواب الطهارة وسننها
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي قَيْسٍ الأَوْدِيِّ، عَنِ الْهُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ .
হাদীস নং: ৫৬০
আন্তর্জাতিক নং: ৫৬০
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
চামড়ার মোজা ও জুতার উপর মাসেহ প্রসঙ্গে
৫৬০। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) ….. আবু মুসা আশ'আরী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) উযূ করেন এবং চামড়ার মোজা ও জুতার উপর মাসেহ করেন।
মু'আল্লা (রাহঃ) তাঁর হাদীসে বলেছেন, আমি জানি যে, তিনি বলেছেনঃ والنعلين অর্থাৎ তাঁর জুতা জোড়া মাসেহ করেন।
মু'আল্লা (রাহঃ) তাঁর হাদীসে বলেছেন, আমি জানি যে, তিনি বলেছেনঃ والنعلين অর্থাৎ তাঁর জুতা জোড়া মাসেহ করেন।
أبواب الطهارة وسننها
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، وَبِشْرُ بْنُ آدَمَ، قَالاَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عِيسَى بْنِ سِنَانٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ . قَالَ الْمُعَلَّى فِي حَدِيثِهِ لاَ أَعْلَمُهُ إِلاَّ قَالَ وَالنَّعْلَيْنِ .