কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৫৩১
আন্তর্জাতিক নং: ৫৩১
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
যমীনের একাংশ অপরাংশকে পবিত্র করার বর্ণনা
৫৩১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… নবী (ﷺ)-এর সহধর্মিণী উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। ইবরাহীম ইবন 'আব্দুর রহমান ইবন 'আওফ (রাহঃ)-এর উম্মু ওলাদ উম্মে সালামা (রাযিঃ)-কে বললেনঃ আমি তো একজন এমন মহিলা, আমি আমার আঁচল লম্বা করে দেই এবং আমি অপবিত্র স্থানে যাতায়াত করি। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ এর অপরাংশ একে পবিত্র করে দেয়।
أبواب الطهارة وسننها
بَاب الْأَرْضُ يُطَهِّرُ بَعْضُهَا بَعْضًا
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَارَةَ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أُمِّ وَلَدٍ، لإِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهَا سَأَلَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي فَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ فَقَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يُطَهِّرُهُ مَا بَعْدَهُ " .
তাহকীক:
হাদীস নং: ৫৩২
আন্তর্জাতিক নং: ৫৩২
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
যমীনের একাংশ অপরাংশকে পবিত্র করার বর্ণনা
৫৩২। আবু কুরায়ব (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জিজ্ঞাসা করা হলোঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমরা মসজিদে যাতায়াত করার সময় অপবিত্র যমীন অতিক্রম করে আসি। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ যমীনের একাংশ অপরাংশকে পবিত্র করে দেয়।
أبواب الطهارة وسننها
بَاب الْأَرْضُ يُطَهِّرُ بَعْضُهَا بَعْضًا
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ الْيَشْكُرِيُّ، عَنِ ابْنِ أَبِي حَبِيبَةَ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُرِيدُ الْمَسْجِدَ فَنَطَأُ الطَّرِيقَ النَّجِسَةَ . فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الأَرْضُ يُطَهِّرُ بَعْضُهَا بَعْضًا " .
তাহকীক:
হাদীস নং: ৫৩৩
আন্তর্জাতিক নং: ৫৩৩
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
যমীনের একাংশ অপরাংশকে পবিত্র করার বর্ণনা
৫৩৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… বানূ 'আব্দুল আশহালের জনৈক মহিলা থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম যে আমার এবং মসজিদের মধ্যকার রাস্তাটি অপবিত্র। তিনি বললেনঃ সম্ভবত তার দূরবর্তী অংশ এই অংশের চাইতে পবিত্র হবে। আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ এই অংশ ঐ অংশের মতই।
أبواب الطهارة وسننها
بَاب الْأَرْضُ يُطَهِّرُ بَعْضُهَا بَعْضًا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ مُوسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنِ امْرَأَةٍ، مِنْ بَنِي عَبْدِ الأَشْهَلِ قَالَتْ سَأَلْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ إِنَّ بَيْنِي وَبَيْنَ الْمَسْجِدِ طَرِيقًا قَذِرَةً . قَالَ " فَبَعْدَهَا طَرِيقٌ أَنْظَفُ مِنْهَا " . قُلْتُ نَعَمْ . قَالَ " فَهَذِهِ بِهَذِهِ " .
তাহকীক:
বর্ণনাকারী: