কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট) - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬১
আন্তর্জাতিক নং: ২৬১
যাকে কিছু ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সে তা গোপন করে
২৬১।আবু বকর ইবনে আবু শাইবা(রাহঃ)......আবু হুরাইরা(রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন : যে ব্যক্তি কোন দ্বীনের কথা জানার পরে তা গোপন করবে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরান অবস্থায় উঠানো হবে। আবুল হাসান কাস্তান (রাহঃ)... ইমারত ইবন যাযান (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত।
بَاب مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا عِمَارَةُ بْنُ زَاذَانَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَكَمِ، حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَا مِنْ رَجُلٍ يَحْفَظُ عِلْمًا فَيَكْتُمُهُ إِلاَّ أُتِيَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ مُلْجَمًا بِلِجَامٍ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
قَالَ أَبُو الْحَسَنِ - أَىِ الْقَطَّانُ - وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا عِمَارَةُ بْنُ زَاذَانَ، فَذَكَرَ نَحْوَهُ ‏.‏ قَالَ أَبُو الْحَسَنِ أَيْضًا وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا عِمَارَةُ بْنُ زَاذَانَ، فَذَكَرَ نَحْوَهُ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬২
আন্তর্জাতিক নং: ২৬২
যাকে কিছু ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সে তা গোপন করে
২৬২। আবু মারওয়ান উসমানী, মুহাম্মাদ ইবন 'উসমান (রাহঃ), আব্দুর রহমান ইবন হরমুখ আবাজ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছেন : আল্লাহর কসম! যদি মহান আ কিভাবে এ দুটি আয়াত না থাকত, তবে আমি কখনো নবী (ﷺ) থেকে কোন হাদীস বর্ণনা করতাম। যদি আল্লাহর এ বাণী না থাকতঃ....ان الذين يكتمون ما أنزل الله من الكتب..আল্লাহ যে কিতাব নাযিল করেছেন, যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই পূরে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না।এবং তাদের পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি । তারাই সৎপথের বিনিময়ে তার পথ এবং ক্ষমার পরিবর্তে শান্তি ক্রয় করেছে। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল!(২ঃ১৭৪-১৭৫)
بَاب مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الأَعْرَجِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ وَاللَّهِ لَوْلاَ آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى مَا حَدَّثْتُ عَنْهُ - يَعْنِي عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ - شَيْئًا أَبَدًا لَوْلاَ قَوْلُ اللَّهِ ‏(إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلَ اللَّهُ مِنَ الْكِتَابِ)‏ إِلَى آخِرِ الآيَتَيْنِ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৩
আন্তর্জাতিক নং: ২৬৩
যাকে কিছু ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সে তা গোপন করে
২৬৩। হুসায়ন ইবন আবু সাররী আসকালানী (রাহঃ)......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন এই উম্মতের শেষ যমানার লোকেরা যখন পূর্ববর্তীদের লা'নত করবে, সে সময় কেউ একটি হাদীস গোপন করলে সে যেন আল্লাহ কর্তৃক নাযিলকৃত কিতাবকে গোপন করলো।
بَاب مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ أَبِي السَّرِيِّ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا خَلَفُ بْنُ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا لَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَمَنْ كَتَمَ حَدِيثًا فَقَدْ كَتَمَ مَا أَنْزَلَ اللَّهُ ‏"‏ ‏.‏
হাদীস নং:২৬৪
আন্তর্জাতিক নং: ২৬৪
যাকে কিছু ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সে তা গোপন করে
২৬৪| আহমদ ইবন আযহার (রাহঃ) ইউসুফ ইবন ইবরাহীম (রাহঃ) বলেন, আমি আনাস ইবন মালিক (রাযিঃ)-কে বলতে শুনেছি। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যাকে কোন দ্বীনেরকথা জিজ্ঞাসা করা হয়, আর সে তা গোপন রাখে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে।
بَاب مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنِي عُمَرُ بْنُ سُلَيْمٍ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ أُلْجِمَ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ ‏"‏ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৫
আন্তর্জাতিক নং: ২৬৫
যাকে কিছু ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সে তা গোপন করে
২৬৫। ইসমাঈল ইবন হিব্বান ইবন ওয়াকিদ সাকাফী, আবু ইসহাক ওয়াসিতী (রাহঃ).... আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইলমের এমন একটি বিষয় গোপন করে, যাতে আল্লাহর দ্বীনের কাজে মানুষের উপকার হয়, তবে আল্লাহ তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পরাবেন।
بَاب مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ حِبَّانَ بْنِ وَاقِدٍ الثَّقَفِيُّ أَبُو إِسْحَاقَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَابٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ كَتَمَ عِلْمًا مِمَّا يَنْفَعُ اللَّهُ بِهِ فِي أَمْرِ النَّاسِ فِي الدِّينِ أَلْجَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান