কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট) - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫৩
আন্তর্জাতিক নং: ১৫৩
খাব্বাব (রাযিঃ)-এর ফযীলত
১৫৩। 'আলী ইবন মুহাম্মাদ ও 'আমর ইবন 'আব্দুল্লাহ্ (রাহঃ) ….. আবু লায়লা কিন্দী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ খাব্বাব (রাযিঃ) 'উমর (রাযিঃ)-এর কাছে এলেন। তখন তিনি বললেনঃ আরো কাছে এসো। মজলিসের উপযুক্ত ব্যক্তি তোমার চাইতে আর কেউ নেই—'আম্মার (রাযিঃ) ব্যতীত। তখন খাব্বাব (রাযিঃ) তাঁর পিঠের সে সব ক্ষতচিহ্ন তাঁকে দেখালেন, যেগুলো মুশরিকরা তাঁকে শাস্তি দেওয়ার কারণে হয়েছিল।
بَاب فَضَائِلِ خَبَاب رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي لَيْلَى الْكِنْدِيِّ، قَالَ جَاءَ خَبَّابٌ إِلَى عُمَرَ فَقَالَ ادْنُ فَمَا أَحَدٌ أَحَقَّ بِهَذَا الْمَجْلِسِ مِنْكَ إِلاَّ عَمَّارٌ . فَجَعَلَ خَبَّابٌ يُرِيهِ آثَارًا بِظَهْرِهِ مِمَّا عَذَّبَهُ الْمُشْرِكُونَ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:১৫৪
আন্তর্জাতিক নং: ১৫৪
খাব্বাব (রাযিঃ)-এর ফযীলত
১৫৪। মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ) ..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমার উম্মতের প্রতি সর্বাপেক্ষা বেশী রহমদিল আবু বকর (রাযিঃ)। আল্লাহর দ্বীনের ব্যাপারে সর্বাপেক্ষা কঠোর 'উমর (রাযিঃ)। তাঁদের মাঝে সর্বাপেক্ষা অধিক লজ্জাশীল 'উসমান (রাযিঃ), সর্বাপেক্ষা বিচক্ষণ বিচারক 'আলী ইবন আবু তালিব (রাযিঃ), আল্লাহর কিতাবের সর্বোত্তম তিলাওয়াতকারী উবাই ইবন কা'ব (রাযিঃ) হালাল-হারাম সম্পর্কে অধিক জ্ঞাত মু'আয ইবন জাবাল (রাযিঃ) এবং ফারায়েয (দায়ভাগ) সম্পর্কিত বিষয়ে অধিক জ্ঞানী যায়দ ইবন সাবিত (রাযিঃ)। জেনে রাখ! প্রত্যেক উম্মতের একজন আমানতদার থাকে। আর এ উম্মতের আমানতদার হলো আবু উবায়দা ইবন জাররাহ (রাযিঃ)।
بَاب فَضَائِلِ خَبَاب رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ وَأَشَدُّهُمْ فِي دِينِ اللَّهِ عُمَرُ وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ وَأَقْضَاهُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَأَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ أُبَىُّ بْنُ كَعْبٍ وَأَعْلَمُهُمْ بِالْحَلاَلِ وَالْحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ أَلاَ وَإِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৫
আন্তর্জাতিক নং: ১৫৫
খাব্বাব (রাযিঃ)-এর ফযীলত
১৫৫। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. আবু কিলাবা (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত।
بَاب فَضَائِلِ خَبَاب رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ مِثْلَهُ عِنْدَ ابْنِ قُدَامَةَ غَيْرَ أَنَّهُ يَقُولُ فِي حَقِّ زَيْدٍ وَأَعْلَمُهُمْ بِالْفَرَائِضِ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: