কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট) - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪৬
আন্তর্জাতিক নং: ১৪৬
আম্মার ইবন ইয়াসির (রাযিঃ)-এর ফযীলত
১৪৬। 'উসমান ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. 'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর কাছে বসা ছিলাম। ইত্যবসরে 'আম্মার ইবন ইয়াসির (রাযিঃ) সেখানে প্রবেশের অনুমতি চাইলেন। তখন নবী (ﷺ) বললেনঃ তাকে আসার অনুমতি দাও। এই পাক ও পবিত্র ব্যক্তির আগমন মুবারক হোক।
بَاب فَضْلِ عَمَّارِ بْنِ يَاسِرٍ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَاسْتَأْذَنَ عَمَّارُ بْنُ يَاسِرٍ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ " ائْذَنُوا لَهُ مَرْحَبًا بِالطَّيِّبِ الْمُطَيَّبِ " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৭
আন্তর্জাতিক নং: ১৪৭
আম্মার ইবন ইয়াসির (রাযিঃ)-এর ফযীলত
১৪৭। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) ….. হানী' ইবন হানী' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা 'আম্মার (রাযিঃ) আলী (রাযিঃ)-এর কাছে উপস্থিত হন। তখন তিনি বলেনঃ এই পাক-পবিত্র ব্যক্তির আগমন মুবারক হোক। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আম্মারের গলা পর্যন্ত ঈমানে ভরপুর।
بَاب فَضْلِ عَمَّارِ بْنِ يَاسِرٍ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَثَّامُ بْنُ عَلِيٍّ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، قَالَ دَخَلَ عَمَّارٌ عَلَى عَلِيٍّ فَقَالَ مَرْحَبًا بِالطَّيِّبِ الْمُطَيَّبِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " مُلِئَ عَمَّارٌ إِيمَانًا إِلَى مُشَاشِهِ " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৮
আন্তর্জাতিক নং: ১৪৮
আম্মার ইবন ইয়াসির (রাযিঃ)-এর ফযীলত
১৪৮। আবু বকর ইবন আবু শায়বা, আলী ইবন মুহাম্মাদ ও আমর ইবন আব্দুল্লাহ (রাহঃ) ....... 'আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ 'আম্মার (রাযিঃ) এমন ব্যক্তি. দুটো বিষয়ে তাকে এখতিয়ার দেওয়া হলে সে এর থেকে হিদায়েতে পরিপূর্ণ বিষয়টি এখতিয়ার করে।
بَاب فَضْلِ عَمَّارِ بْنِ يَاسِرٍ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ جَمِيعًا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ سِيَاهٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " عَمَّارٌ مَا عُرِضَ عَلَيْهِ أَمْرَانِ إِلاَّ اخْتَارَ الأَرْشَدَ مِنْهُمَا " .

তাহকীক:
তাহকীক চলমান