কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৪৮. সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৩০০
আন্তর্জাতিক নং: ৫৩০০
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
ইসতাবরাকের বর্ণনা
৫২৯৯. ইমরান ইবনে মুসা (রাহঃ) ......... ইয়াহইয়া ইবনে আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সালিম (রাহঃ) বলেন, ইসতাবরাক কি? আমি বললামঃ রেশমী কাপড়ের মধ্যে যা শক্ত এবং মোটা হয়, তাই ইসতাবরাক। সালিম বললেনঃ আমি আব্দুল্লাহ্ (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ উমর (রাযিঃ)-এক ব্যক্তির নিকট রেশমী কাপড়ের এক জোড়া দেখতে পেলেন এবং তা নবী (ﷺ) এর নিকট এনে বললেনঃ আপনি এটা খরিদ করুন, ......... এরপর হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করলেন।
كتاب الزينة
صِفَةُ الْإِسْتَبْرَقِ
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ قَالَ حَدَّثَنَا يَحْيَى وَهُوَ ابْنُ أَبِي إِسْحَقَ قَالَ قَالَ سَالِمٌ مَا الْإِسْتَبْرَقُ قُلْتُ مَا غَلُظَ مِنْ الدِّيبَاجِ وَخَشُنَ مِنْهُ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ رَأَى عُمَرُ مَعَ رَجُلٍ حُلَّةَ سُنْدُسٍ فَأَتَى بِهَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ اشْتَرِ هَذِهِ وَسَاقَ الْحَدِيثَ