কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৪৮. সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫১১০
আন্তর্জাতিক নং: ৫১১০
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
দাঁত ঘষে চিকন করার নিষিদ্ধতা
৫১০৯. মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... আবুল হুসায়ন হিমইয়ারী (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি ও তার এক সাথী আবু রায়হানার সাথে থাকতেন, তার নিকট হতে ভাল কথা শিখতেন। আবুল হুসায়ন (রাহঃ) একদিন বলেনঃ আমার সাথী একদিন আমার নিকট উপস্থিত হয়ে বললোঃ সে আবু রায়হানাকে বলতে শুনেছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) দাঁত ঘষে চিকন করা, শরীরে দাগ লাগানো এবং পশম উপড়ে ফেলাকে হারাম করেছেন।
كتاب الزينة
تَحْرِيمُ الْوَشْرِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ قَالَ حَدَّثَنَا حَبَّانُ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ قَالَ حَدَّثَنِي عَيَّاشُ بْنُ عَبَّاسٍ الْقِتْبَانِيُّ عَنْ أَبِي الْحُصَيْنِ الْحِمْيَرِيِّ أَنَّهُ كَانَ هُوَ وَصَاحِبٌ لَهُ يَلْزَمَانِ أَبَا رَيْحَانَةَ يَتَعَلَّمَانِ مِنْهُ خَيْرًا قَالَ فَحَضَرَ صَاحِبِي يَوْمًا فَأَخْبَرَنِي صَاحِبِي أَنَّهُ سَمِعَ أَبَا رَيْحَانَةَ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَ الْوَشْرَ وَالْوَشْمَ وَالنَّتْفَ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৫১১১
আন্তর্জাতিক নং: ৫১১১
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
দাঁত ঘষে চিকন করার নিষিদ্ধতা
৫১১০. আহমদ ইবনে আমর ইবনে সারহ (রাহঃ) ......... আবু রায়হানা (রাযিঃ) থেকে বর্ণিত যে, আমার নিকট সংবাদ পৌছেছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) দাঁত চিকন করা এবং শরীরে দাগ লাগানো নিষেধ করেছেন।
كتاب الزينة
تَحْرِيمُ الْوَشْرِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي الْحُصَيْنِ الْحِمْيَرِيِّ عَنْ أَبِي رَيْحَانَةَ قَالَ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْوَشْرِ وَالْوَشْمِ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৫১১২
আন্তর্জাতিক নং: ৫১১২
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
দাঁত ঘষে চিকন করার নিষিদ্ধতা
৫১১১. কুতায়বা (রাহঃ) ......... আবু রায়হানা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট সংবাদ পৌছেছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) দাঁত চিকন করা এবং শরীরে দাগ লাগানো নিষেধ করেছেন।
كتاب الزينة
تَحْرِيمُ الْوَشْرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي الْحُصَيْنِ الْحِمْيَرِيِّ عَنْ أَبِي رَيْحَانَةَ قَالَ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْوَشْرِ وَالْوَشْمِ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: