কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৪৪. ক্রয়-বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৫৩২
আন্তর্জাতিক নং: ৪৫৩২
শুষ্ক খেজুরের বিনিময়ে গাছের খেজুর বিক্রয়
৪৫৩৩. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... সালিম (রাহঃ) তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন, নবী (ﷺ) নিষেধ করেছেন শুষ্ক খেজুরের বিনিময়ে (গাছের) খেজুর ফল বিক্রি করতে। ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, যায়দ ইবনে সাবিত (রাযিঃ) বলেছেনঃ নবী (ﷺ) আরায়ার ব্যাপারে অনুমতি দিয়েছেন।
بَيْعُ الثَّمَرِ بِالتَّمْرِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ وَقَالَ ابْنُ عُمَرَ حَدَّثَنِي زَيْدُ بْنُ ثَابِتٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ فِي الْعَرَايَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৫৩৩
আন্তর্জাতিক নং: ৪৫৩৩
শুষ্ক খেজুরের বিনিময়ে গাছের খেজুর বিক্রয়
৪৫৩৪. যিয়াদ ইবনে আইয়ুব (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করেছেন মুযাবানা ধরনের ক্রয়-বিক্রয় হতে। তা এইরূপঃ গাছের মাথার খেজুর অনুমান করে নির্দিষ্ট পরিমাণ এই কথার উপর বিক্রয় করা যে, ফল পাড়ার পর বেশী হলে তা আমার প্রাপ্য, আর কম হলে তা আমার প্রদেয়।
بَيْعُ الثَّمَرِ بِالتَّمْرِ
أَخْبَرَنِي زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ قَالَ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْمُزَابَنَةِ وَالْمُزَابَنَةُ أَنْ يُبَاعَ مَا فِي رُءُوسِ النَّخْلِ بِتَمْرٍ بِكَيْلٍ مُسَمًّى إِنْ زَادَ لِي وَإِنْ نَقَصَ فَعَلَيَّ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান