কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৪০. আকীকার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪২২০
আন্তর্জাতিক নং: ৪২২০
আকীকার অধ্যায়
আকীকা কখন করতে হবে
৪২২১. আমর ইবনে আলী ও মুহাম্মাদ ইবনে আব্দুল-আ’লা (রাহঃ) ......... সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, প্রত্যেক সন্তান স্বীয় আকীকার সাথে আব্দ্ধ। তার পক্ষ হতে তা তার জন্মের সপ্তম দিনে যবেহ করতে হবে। সেদিন তার মাথা মুণ্ডন করতে হবে এবং তার নাম রাখতে হবে।
كتاب العقيقة
مَتَى يُعَقُّ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَا حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ عَنْ سَعِيدٍ أَنْبَأَنَا قَتَادَةُ عَنْ الْحَسَنِ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ غُلَامٍ رَهِينٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ رَأْسُهُ وَيُسَمَّى
হাদীস নং: ৪২২১
আন্তর্জাতিক নং: ৪২২১
আকীকার অধ্যায়
আকীকা কখন করতে হবে
৪২২২. হারূন ইবনে আব্দুল্লাহ্ (রাহঃ) ......... হাবীব ইবনে শাহীদ (রাহঃ) বলেন, আমাকে মুহাম্মাদ ইবনে সীরীন (রাহঃ) বললেন, তুমি হাসান (রাহঃ)-এর নিকট আকীকার হাদীস সম্বন্ধে জিজ্ঞাসা কর যে, তিনি তা কার নিকট শুনেছেন? আমি তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি তা সামুরা (রাযিঃ) থেকে শুনেছি।
كتاب العقيقة
مَتَى يُعَقُّ
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ قَالَ لِي مُحَمَّدُ بْنُ سِيرِينَ سَلْ الْحَسَنَ مِمَّنْ سَمِعَ حَدِيثَهُ فِي الْعَقِيقَةِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ سَمِعْتُهُ مِنْ سَمُرَةَ
tahqiq

তাহকীক: