কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
৩০. ওছিয়াত সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
হাদীস নং: ৩৬৬০
আন্তর্জাতিক নং: ৩৬৬০
 ওছিয়াত সম্পর্কিত অধ্যায়
সুফিয়ানের বর্ণনায় বর্ণনা বিরোধ
৩৬৬১. হারিস ইবনে মিসকীন (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। সা’দ ইবনে উবাদা (রাযিঃ) নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলেন যে, তাঁর মাতার উপর মান্নত ছিল, তা আদায় করার আগেই তিনি মারা যান। তিনি (রাসূলুল্লাহ্ (ﷺ)) বললেনঃ তুমি তা তার পক্ষ হতে আদায় কর।
كتاب الوصايا
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى سُفْيَانَ
قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ عَنْ سُفْيَانَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ اسْتَفْتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ فَقَالَ اقْضِهِ عَنْهَا
তাহকীক:
হাদীস নং: ৩৬৬১
আন্তর্জাতিক নং: ৩৬৬১
 ওছিয়াত সম্পর্কিত অধ্যায়
সুফিয়ানের বর্ণনায় বর্ণনা বিরোধ
৩৬৬২. মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ্ ইবনে ইয়াযীদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমার মা তার (অনাদায়ী) মান্নত রেখে ইনতিকাল করলেন। আমি নবী (ﷺ)-কে (এ বিষয়ে) জিজ্ঞাসা করলে, তখন (নবী (ﷺ)) আমাকে তার পক্ষ হতে তা আদায় করার আদেশ দিলেন।
كتاب الوصايا
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى سُفْيَانَ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ سَعْدٍ أَنَّهُ قَالَ مَاتَتْ أُمِّي وَعَلَيْهَا نَذْرٌ فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَنِي أَنْ أَقْضِيَهُ عَنْهَا
তাহকীক:
হাদীস নং: ৩৬৬২
আন্তর্জাতিক নং: ৩৬৬২
 ওছিয়াত সম্পর্কিত অধ্যায়
সুফিয়ানের বর্ণনায় বর্ণনা বিরোধ
৩৬৬৩. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে বর্ণিত। সা’দ ইবনে উবাদা আনসারী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট মান্নত সম্পর্কে ফাতওয়া জিজ্ঞাসা করলেন যা তাঁর মায়ের যিম্মায় ছিল এবং তা তিনি আদায়ের আগে মারা যান। তিনি (রাসূলুল্লাহ্ (ﷺ)) বললেনঃ তুমি তার পক্ষ হতে তা আদায় কর।
كتاب الوصايا
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى سُفْيَانَ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ اسْتَفْتَى سَعْدُ بْنُ عُبَادَةَ الْأَنْصَارِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْضِهِ عَنْهَا
তাহকীক:
হাদীস নং: ৩৬৬৩
আন্তর্জাতিক নং: ৩৬৬৩
 ওছিয়াত সম্পর্কিত অধ্যায়
সুফিয়ানের বর্ণনায় বর্ণনা বিরোধ
৩৬৬৪. হারূন ইবনে ইসহাক হামাদানী (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সা’দ ইবনে উবাদা (রাযিঃ) নবী (ﷺ) এর নিকট এসে বললেনঃ আমার মার উপর মান্নত ছিল, কিন্তু তিনি তা আদায় না করে মারা যান। তখন তিনি (নবী (ﷺ)) বললেনঃ তুমি তা তার পক্ষ হতে আদায় কর।
كتاب الوصايا
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى سُفْيَانَ
أَخْبَرَنَا هَارُونُ بْنُ إِسْحَقَ الْهَمْدَانِيُّ عَنْ عَبْدَةَ عَنْ هِشَامٍ هُوَ ابْنُ عُرْوَةَ عَنْ بَكْرِ بْنِ وَائِلٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَ سَعْدُ بْنُ عُبَادَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ وَلَمْ تَقْضِهِ قَالَ اقْضِهِ عَنْهَا
তাহকীক:
হাদীস নং: ৩৬৬৪
আন্তর্জাতিক নং: ৩৬৬৪
 ওছিয়াত সম্পর্কিত অধ্যায়
সুফিয়ানের বর্ণনায় বর্ণনা বিরোধ
৩৬৬৫. মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ্ ইবনে মুবারক (রাহঃ) ......... সা’দ ইবনে উবাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার মাতা ইনতিকাল করেছেন, আমি কি তার পক্ষ হতে সাদ্কা করব? তিনি বললেনঃ হ্যাঁ। আমি বললামঃ কোন্ সাদ্কা উত্তম? তিনি বললেনঃ পানি পান করানো (-র ব্যবস্থা করা)।
كتاب الوصايا
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى سُفْيَانَ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ قَالَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامٍ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ نَعَمْ قُلْتُ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ سَقْيُ الْمَاءِ
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৬৬৫
আন্তর্জাতিক নং: ৩৬৬৫
 ওছিয়াত সম্পর্কিত অধ্যায়
সুফিয়ানের বর্ণনায় বর্ণনা বিরোধ
৩৬৬৬. আবু আম্মার হুসায়ন ইবনে হুরায়স (রাহঃ) ......... সাদ ইবনে উবাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! কোন সাদ্কা উত্তম? তিনি বললেনঃ পানি পান করানো।
كتاب الوصايا
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى سُفْيَانَ
أَخْبَرَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ عَنْ وَكِيعٍ عَنْ هِشَامٍ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ سَقْيُ الْمَاءِ
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৬৬৬
আন্তর্জাতিক নং: ৩৬৬৬
 ওছিয়াত সম্পর্কিত অধ্যায়
সুফিয়ানের বর্ণনায় বর্ণনা বিরোধ
৩৬৬৭. ইবরাহীম ইবনে হাসান (রাহঃ) ......... সা’দ ইবনে উবাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁর মাতা ইনতিকাল করলে, তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার মা ইনতিকাল করেছেন। আমি কি তার পক্ষ হতে সাদ্কা করবো? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি [সা’দ (রাযিঃ)] বললেনঃ কোন্ সাদ্কা উত্তম? তিনি বললেনঃ পানি পান করানো। সেটাই মদীনায় (এখনো) সা’দ (রাযিঃ)-এর পানি পান করানোর ব্যবস্থাপনা (অব্যাহত রয়েছে)।
كتاب الوصايا
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى سُفْيَانَ
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ عَنْ حَجَّاجٍ قَالَ سَمِعْتُ شُعْبَةَ يُحَدِّثُ عَنْ قَتَادَةَ قَالَ سَمِعْتُ الْحَسَنَ يُحَدِّثُ عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ أَنَّ أُمَّهُ مَاتَتْ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ نَعَمْ قَالَ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ سَقْيُ الْمَاءِ فَتِلْكَ سِقَايَةُ سَعْدٍ بِالْمَدِينَةِ
তাহকীক:
বর্ণনাকারী: