কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২৬. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৩০৪
আন্তর্জাতিক নং: ৩৩০৪
বিবাহ-শাদীর অধ্যায়
দুধ ভাই-এর কন্যা হারাম হওয়া
৩৩০৭. হান্নাদ ইবনে সারী (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনার কি হলো যে, আপনি কুরাইশদের মধ্যেই (বিবাহ করার) আগ্রহ করেন, আর আমাদেরকে (অর্থাৎ বনী হাশিমকে) পরিত্যাগ করেন। তিনি বললেনঃ তোমার নিকট কি কেউ আছে? আমি বললামঃ হ্যাঁ, হামযার কন্যা। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ সে আমার জন্য হালাল হবে না। কেননা, সে তো আমার দুধ ভাই-এর কন্যা।
كتاب النكاح
تَحْرِيمُ بِنْتِ الْأَخِ مِنْ الرَّضَاعَةِ
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ عَنْ أَبِي مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السَّلَمِيِّ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ تَنَوَّقُ فِي قُرَيْشٍ وَتَدَعُنَا قَالَ وَعِنْدَكَ أَحَدٌ قُلْتُ نَعَمْ بِنْتُ حَمْزَةَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهَا لَا تَحِلُّ لِي إِنَّهَا ابْنَةُ أَخِي مِنْ الرَّضَاعَةِ
তাহকীক:
হাদীস নং: ৩৩০৫
আন্তর্জাতিক নং: ৩৩০৫
বিবাহ-শাদীর অধ্যায়
দুধ ভাই-এর কন্যা হারাম হওয়া
৩৩০৮. ইবরাহীম ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, হামযার কন্যাকে বিবাহ করা সম্বন্ধে রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ সেতো আমার দুধ ভাইয়ের কন্যা।
শু’বা (রাহঃ) বলেনঃ কাতাদা (রাহঃ) জাবির ইবনে যায়ীদ (রাহঃ) হতে এটা শুনেছেন।
শু’বা (রাহঃ) বলেনঃ কাতাদা (রাহঃ) জাবির ইবনে যায়ীদ (রাহঃ) হতে এটা শুনেছেন।
كتاب النكاح
تَحْرِيمُ بِنْتِ الْأَخِ مِنْ الرَّضَاعَةِ
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ شُعْبَةَ عَنْ قَتَادَةَ عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنْتُ حَمْزَةَ فَقَالَ إِنَّهَا ابْنَةُ أَخِي مِنْ الرَّضَاعَةِ قَالَ شُعْبَةُ هَذَا سَمِعَهُ قَتَادَةُ مِنْ جَابِرِ بْنِ زَيْدٍ
তাহকীক:
হাদীস নং: ৩৩০৬
আন্তর্জাতিক নং: ৩৩০৬
বিবাহ-শাদীর অধ্যায়
দুধ ভাই-এর কন্যা হারাম হওয়া
৩৩০৯. আব্দুল্লাহ ইবনে সাব্বাহ ইবনে আব্দুল্লাহ্ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। হামযা (রাযিঃ)-এর কন্যাকে বিবাহ করা সম্বন্ধে রাসূলুল্লাহ (ﷺ)-কে বলা হলে তিনি বললেনঃ সেতো আমার দুধ ভাই-এর কন্যা। আর বংশ সূত্রে যারা হারাম হয়, দুধ পান সম্পর্কেও তারা হারাম হয়।
كتاب النكاح
تَحْرِيمُ بِنْتِ الْأَخِ مِنْ الرَّضَاعَةِ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ قَالَ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيدَ عَلَى بِنْتِ حَمْزَةَ فَقَالَ إِنَّهَا ابْنَةُ أَخِي مِنْ الرَّضَاعَةِ وَإِنَّهُ يَحْرُمُ مِنْ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنْ النَّسَبِ
তাহকীক: