কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৩০১১
আন্তর্জাতিক নং: ৩০১১
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
আরাফার ময়দানে দুআয় উভয় হাত উত্তোলন করা
৩০১৪. ইয়াকূব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আতা (রাহঃ) বলেন, উসামা ইবনে যায়দ (রাযিঃ) বলেন, আমি আরাফায় রাসূলুল্লাহ্ (ﷺ) এর সঙ্গে একই বাহনে সাওয়ার ছিলাম। তিনি দুআয় উভয় হাত উত্তোলন করলেন। এমন সময় তার উট তাঁকে নিয়ে একদিকে হেলে গেল, ফলে তার নাকের রশি পড়ে যেতে লাগলো, তিনি তাঁর এক হাতে তা ধরে ফেললেন, এ সময় তাঁর অন্য হাত উঠানোই ছিল।
كتاب مناسك الحج
رَفْعُ الْيَدَيْنِ فِي الدُّعَاءِ بِعَرَفَةَ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ هُشَيْمٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ عَنْ عَطَاءٍ قَالَ قَالَ أُسَامَةُ بْنُ زَيْدٍ كُنْتُ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَاتٍ فَرَفَعَ يَدَيْهِ يَدْعُو فَمَالَتْ بِهِ نَاقَتُهُ فَسَقَطَ خِطَامُهَا فَتَنَاوَلَ الْخِطَامَ بِإِحْدَى يَدَيْهِ وَهُوَ رَافِعٌ يَدَهُ الْأُخْرَى
তাহকীক:
হাদীস নং: ৩০১২
আন্তর্জাতিক নং: ৩০১২
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
আরাফার ময়দানে দুআয় উভয় হাত উত্তোলন করা
৩০১৫. ইসহাক ইন ইবরাহীম (রাহঃ) .... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কুরায়শরা মুযদালিফায় অবস্থান করতো এবং তাদেরকে বলা হতো ’হুমছ’। আর আরবের অন্যান্য লোকেরা আরাফায় অবস্থান করতো। আল্লাহ তাআলা তার নবীকে আরাফায় অবস্থান করতে আদেশ করলেন। এরপর তা হতে রওয়ানা হতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ্ তাআলা নাযিল করলেনঃ (ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ) অর্থঃ আর তোমরা সেখান থেকে প্রত্যাবর্তন করবে, যেখান থেকে লোকেরা ফিরে যায়।
كتاب مناسك الحج
رَفْعُ الْيَدَيْنِ فِي الدُّعَاءِ بِعَرَفَةَ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَنْبَأَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَتْ قُرَيْشٌ تَقِفُ بِالْمُزْدَلِفَةِ وَيُسَمَّوْنَ الْحُمْسَ وَسَائِرُ الْعَرَبِ تَقِفُ بِعَرَفَةَ فَأَمَرَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى نَبِيَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقِفَ بِعَرَفَةَ ثُمَّ يَدْفَعُ مِنْهَا فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ
তাহকীক:
হাদীস নং: ৩০১৩
আন্তর্জাতিক নং: ৩০১৩
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
আরাফার ময়দানে দুআয় উভয় হাত উত্তোলন করা
৩০১৬. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... জুবায়র ইবনে মুতইম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আমার একটি উট হারিয়ে ফেলি। আমি আরাফার দিন আরাফায় তা তালাশ করতে বের হলাম এবং নবী (ﷺ)-কে দেখলাম, সেখানে দাঁড়ানো। আমি বললামঃ তাঁর অবস্থা কি? ইনিও তো কুরায়শদের একজন।
كتاب مناسك الحج
رَفْعُ الْيَدَيْنِ فِي الدُّعَاءِ بِعَرَفَةَ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ قَالَ أَضْلَلْتُ بَعِيرًا لِي فَذَهَبْتُ أَطْلُبُهُ بِعَرَفَةَ يَوْمَ عَرَفَةَ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا فَقُلْتُ مَا شَأْنُ هَذَا إِنَّمَا هَذَا مِنْ الْحُمْسِ
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩০১৪
আন্তর্জাতিক নং: ৩০১৪
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
আরাফার ময়দানে দুআয় উভয় হাত উত্তোলন করা
৩০১৭. কুতায়বা (রাহঃ) ......... ইয়াযীদ ইবনে শায়বান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আরাফায় মাওকাফের দূরে একস্থানে দণ্ডায়মান ছিলাম। এমন সময় ইবনে মিরবা’ আনসারী (রাযিঃ) আমাদের কাছে এসে বললেনঃ আমি তোমাদের কাছে রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক প্রেরিত। তিনি বলেনঃ তোমরা তোমাদের মাশায়েরে[১] অবস্থান কর, কেননা তোমরা তোমাদের পিতা ইবরাহীম (আলাইহিস সালাম)-এর বিধানের উপর রয়েছ।
[১] মাশা'ইর- হজ্জের আহুকাম ও ইবাদাত আদায়ের স্থানসমূহ।-অনুবাদক
[১] মাশা'ইর- হজ্জের আহুকাম ও ইবাদাত আদায়ের স্থানসমূহ।-অনুবাদক
كتاب مناسك الحج
رَفْعُ الْيَدَيْنِ فِي الدُّعَاءِ بِعَرَفَةَ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ أَنَّ يَزِيدَ بْنَ شَيْبَانَ قَالَ كُنَّا وُقُوفًا بِعَرَفَةَ مَكَانًا بَعِيدًا مِنْ الْمَوْقِفِ فَأَتَانَا ابْنُ مِرْبَعٍ الْأَنْصَارِيُّ فَقَالَ إِنِّي رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْكُمْ يَقُولُ كُونُوا عَلَى مَشَاعِرِكُمْ فَإِنَّكُمْ عَلَى إِرْثٍ مِنْ إِرْثِ أَبِيكُمْ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَام
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩০১৫
আন্তর্জাতিক নং: ৩০১৫
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
আরাফার ময়দানে দুআয় উভয় হাত উত্তোলন করা
৩০১৮. ইয়াকূব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... জাফর ইবনে মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমার পিতা বলেছেন, আমরা জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ)-এর নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ (ﷺ) এর হজ্জ সম্বন্ধে। তিনি আমাদের বললেনঃ নবী (ﷺ) বলেছেনঃ আরাফার সবটাই মাওফিক বা অবস্থানের স্থান।
كتاب مناسك الحج
رَفْعُ الْيَدَيْنِ فِي الدُّعَاءِ بِعَرَفَةَ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ أَتَيْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَسَأَلْنَاهُ عَنْ حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَدَّثَنَا أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ
তাহকীক: