কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৯৮০
আন্তর্জাতিক নং: ২৯৮০
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
নিম্ন সমতলে সাঈ করা
২৯৮৩. কুতায়বা (রাহঃ) ......... জনৈক মহিলা থেকে বর্ণিত যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে উপত্যকার নিম্ন সমতলে[১] সা‘ঈ করতে দেখেছি। তিনি বলছিলেনঃ এই উপত্যকা দ্রুতগতিতে অতিক্রম করতে হয়।
[১] সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের ঢালের মধ্যবর্তী নিম্ন সমতলকে 'বাতনুল মাসীল' (ঢলের পানি চলার নিম্নভূমি) বলা হয়েছে। সাঈ করার সময় এ স্থানটুকু দ্রুত অতিক্রম করতে হয়।
[১] সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের ঢালের মধ্যবর্তী নিম্ন সমতলকে 'বাতনুল মাসীল' (ঢলের পানি চলার নিম্নভূমি) বলা হয়েছে। সাঈ করার সময় এ স্থানটুকু দ্রুত অতিক্রম করতে হয়।
كتاب مناسك الحج
السَّعْيُ فِي بَطْنِ الْمَسِيلِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ بُدَيْلٍ عَنْ الْمُغِيرَةِ بْنِ حَكِيمٍ عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ عَنْ امْرَأَةٍ قَالَتْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْعَى فِي بَطْنِ الْمَسِيلِ وَيَقُولُ لَا يُقْطَعُ الْوَادِي إِلَّا شَدًّا
তাহকীক:
বর্ণনাকারী: