কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৯২২
আন্তর্জাতিক নং: ২৯২২
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
তাওয়াফে কথা বলার বৈধতা
২৯২৫. ইউসুফ (রাহঃ) ও হারিছ ইবনে মিসকীন (রাহঃ) ......... তাউস (রাহঃ) এমন এক ব্যক্তির সূত্রে বর্ণনা করেন যে, যিনি নবী (ﷺ) এর সাক্ষাত লাভ করেছেন, তিনি বলেন, বায়তুল্লাহর তাওয়াফ করাও নামাযের ন্যায়। অতএব কথা কমই বলবে।

শব্দ ইউসুফের, হানজালা ইবনে আবু সুফইয়ান (রাহঃ)-এর বর্ণনায় আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ)-এর উল্লেখ করেছেন। যেখানে অপর রাবী হাসান ইবনে মুসলিম-এর নাম উল্লেখ করেন নি।
كتاب مناسك الحج
إِبَاحَةُ الْكَلَامِ فِي الطَّوَافِ
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ ح وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ عَنْ ابْنِ وَهْبٍ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ عَنْ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ عَنْ طَاوُسٍ عَنْ رَجُلٍ أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الطَّوَافُ بِالْبَيْتِ صَلَاةٌ فَأَقِلُّوا مِنْ الْكَلَامِ اللَّفْظُ لِيُوسُفَ خَالَفَهُ حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৯২৩
আন্তর্জাতিক নং: ২৯২৩
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
তাওয়াফে কথা বলার বৈধতা
২৯২৬. মুহাম্মাদ ইবনে সুলায়মান (রাহঃ) ......... তাউস (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেছেনঃ তোমরা তাওয়াফে কথা কম বলবে। কেননা তোমরা নামাযে রয়েছ।
كتاب مناسك الحج
إِبَاحَةُ الْكَلَامِ فِي الطَّوَافِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ قَالَ أَنْبَأَنَا الشَّيْبَانِيُّ عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ عَنْ طَاوُسٍ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَقِلُّوا الْكَلَامَ فِي الطَّوَافِ فَإِنَّمَا أَنْتُمْ فِي الصَّلَاةِ