কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৮৬৭
আন্তর্জাতিক নং: ২৮৬৭
ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ
২৮৭০. কুতায়বা (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যখন মক্কায় প্রবেশ করেন, তখন তাঁর মাথায় শিরস্ত্ৰাণ ছিল। তখন তাঁকে বলা হলোঃ ইবনে খাতাল কাবার গিলাফ ধরে আছে। তিনি বললেনঃ তাকে হত্যা কর।[১]
[১] হানাফী মাযহাবে ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ করা জাইয নয়। আলোচ্য হাদীসের জবাবে হানাফীদের পক্ষ থেকে হয়েছিল। কারণ, অন্য হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন “আমার জন্য দিনের কিয়দংশে (ইহরাম ব্যতীত) মক্কায় প্রবেশ করা বৈধ করা হয়েছে।
[১] হানাফী মাযহাবে ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ করা জাইয নয়। আলোচ্য হাদীসের জবাবে হানাফীদের পক্ষ থেকে হয়েছিল। কারণ, অন্য হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন “আমার জন্য দিনের কিয়দংশে (ইহরাম ব্যতীত) মক্কায় প্রবেশ করা বৈধ করা হয়েছে।
دُخُولُ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ وَعَلَيْهِ الْمِغْفَرُ فَقِيلَ ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ فَقَالَ اقْتُلُوهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৮৬৮
আন্তর্জাতিক নং: ২৮৬৮
ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ
২৮৭১. উবায়দুল্লাহ্ ইবনে ফাদালা ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, মক্কা বিজয়ের দিন নবী (ﷺ) তাতে প্রবেশ করেন, তখন তাঁর মাথায় শিরস্ত্ৰাণ ছিল।
دُخُولُ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৮৬৯
আন্তর্জাতিক নং: ২৮৬৯
ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ
২৮৭২. কুতায়াবা (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) মক্কা বিজয়ের দিন ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ করেছিলেন। আর তাঁর মাথায় কাল বর্ণের পাগড়ি ছিল।
دُخُولُ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمَّارٍ قَالَ حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ الْمَكِّيُّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ بِغَيْرِ إِحْرَامٍ