কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৭১৫
আন্তর্জাতিক নং: ২৭১৫
হজ্জে ইফরাদ
২৭১৭. উবায়দুল্লাহ্ ইবনে সাঈদ ও ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) ইফরাদ হজ্জ করেছেন।[১]
[১] শুধু হজ্জের ইহরাম বেঁধে তা সম্পন্ন করাকে ‘ইফরাদ'. একই সংগে হজ্জ ও উমরার ইহরাম বেঁধে প্রথমে উমরা সম্পন্ন করে ইহরাম অবস্থায় থেকে (হালাল না হয়ে) যথাসময়ে হজ্জ সম্পন্ন করাকে 'কিরান' এবং প্রথমে উমরার ইহরাম বেঁধে উমরা সম্পন্ন করার পরে হালাল হয়ে এবং পরে (হজ্জের কাছাকাছি সময়ে) নতুন করে হজ্জের ইহরাম বেঁধে হজ্জ সম্পন্ন করাকে 'তামাত্তু' বলে
[১] শুধু হজ্জের ইহরাম বেঁধে তা সম্পন্ন করাকে ‘ইফরাদ'. একই সংগে হজ্জ ও উমরার ইহরাম বেঁধে প্রথমে উমরা সম্পন্ন করে ইহরাম অবস্থায় থেকে (হালাল না হয়ে) যথাসময়ে হজ্জ সম্পন্ন করাকে 'কিরান' এবং প্রথমে উমরার ইহরাম বেঁধে উমরা সম্পন্ন করার পরে হালাল হয়ে এবং পরে (হজ্জের কাছাকাছি সময়ে) নতুন করে হজ্জের ইহরাম বেঁধে হজ্জ সম্পন্ন করাকে 'তামাত্তু' বলে
إِفْرَادُ الْحَجِّ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْرَدَ الْحَجَّ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭১৬
আন্তর্জাতিক নং: ২৭১৬
হজ্জে ইফরাদ
২৭১৮. কুতায়বা (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হজ্জের ইহরাম বঁধেন।
إِفْرَادُ الْحَجِّ
أَخْبَرَنَا قُتَيْبَةُ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الْأَسْوَدِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ قَالَتْ أَهَلَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَجِّ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭১৭
আন্তর্জাতিক নং: ২৭১৭
হজ্জে ইফরাদ
২৭১৯. ইয়াহইয়া ইবনে হাবীব (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) এর সাথে যিলকা’দা মাস শেষে যিলহিজ্জার চাঁদ দেখার জন্য বের হলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ যে হজ্জের ইহরাম বঁধতে চায়, সে যেন হজ্জের ইহরাম বাঁধে। আর যে উমরার ইহরাম বাঁধতে চায়, সে যেন উমরার ইহরাম বাঁধে।
إِفْرَادُ الْحَجِّ
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ عَنْ حَمَّادٍ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُوَافِينَ لِهِلَالِ ذِي الْحِجَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَاءَ أَنْ يُهِلَّ بِحَجٍّ فَلْيُهِلَّ وَمَنْ شَاءَ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ بِعُمْرَةٍ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭১৮
আন্তর্জাতিক নং: ২৭১৮
হজ্জে ইফরাদ
২৭২০. মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) এর সাথে বের হয়েছিলাম, তখন হজ্জ ছাড়া আমাদের আর কোন ধারণা ছিল না।
إِفْرَادُ الْحَجِّ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ الطَّبَرَانِيُّ أَبُو بَكْرٍ قَالَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنِي مَنْصُورٌ وَسُلَيْمَانُ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نَرَى إِلَّا أَنَّهُ الْحَجُّ

তাহকীক:
তাহকীক চলমান