কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

২৩. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৫৩৬
আন্তর্জাতিক নং: ২৫৩৬
কেউ অভাবগ্ৰস্তু অবস্থায় দান করলে তা কি তাকে ফিরিয়ে দেওয়া হবে?
২৫৩৮. আমর ইবনে আলী (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করল, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) খুতবা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তুমি দু’রাক'আত নামায আদায় করে নাও। তারপর সে দ্বিতীয় জুমাতেও আসল, তখনও নবী (ﷺ) খুতবা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তুমি দু’রাক'আত নামায আদায় করে নাও, তৃতীয় জুমাতেও সে আসল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি দু’ রাক'আত নামায আদায় করে নাও। এরপর বললেন, তোমরা সাদ্‌কা কর, তোমরা সাদ্‌কা কর, এবং তাকে দু’টি কাপড় দান করলেন, আবার বললেন, তোমরা সাদ্‌কা কর, তখন সে তার কাপড়ের একটি সাদ্‌কা করে দিল। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তোমরা কি এ ব্যক্তিকে দেখেছে? সে ছিন্ন বস্ত্রে মসজিদে প্রবেশ করেছিল, তখন আমি আশা করেছিলাম যে, তোমরা তার অবস্থার প্রতি লক্ষ্য করে তাকে কিছু সাদ্‌কা করবে। কিন্তু তোমরা তা করলে না। তখন আমি বললাম, তোমরা সাদ্‌কা কর। তখন তোমরা সাদ্‌কা করলে এবং আমি তাকে দু’টি কাপড় দিলাম, অতঃপর আমি বললাম, তোমরা সাদ্‌কা কর, তখন সে তার দুটি কাপড়ের একটি সাদ্‌কা করে দিল। রাসূলুল্লাহ্ (ﷺ) ব্যক্তিকে বললেন, তুমি নিজ কাপড় নিয়ে নাও এবং পুনরায় আর কখনো এ রকম সাদ্‌কা করবে না।
بَاب إِذَا تَصَدَّقَ وَهُوَ مُحْتَاجٌ إِلَيْهِ هَلْ يُرَدُّ عَلَيْهِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا يَحْيَى قَالَ حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ عَنْ عِيَاضٍ عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَقَالَ صَلِّ رَكْعَتَيْنِ ثُمَّ جَاءَ الْجُمُعَةَ الثَّانِيَةَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَقَالَ صَلِّ رَكْعَتَيْنِ ثُمَّ جَاءَ الْجُمُعَةَ الثَّالِثَةَ فَقَالَ صَلِّ رَكْعَتَيْنِ ثُمَّ قَالَ تَصَدَّقُوا فَتَصَدَّقُوا فَأَعْطَاهُ ثَوْبَيْنِ ثُمَّ قَالَ تَصَدَّقُوا فَطَرَحَ أَحَدَ ثَوْبَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَمْ تَرَوْا إِلَى هَذَا أَنَّهُ دَخَلَ الْمَسْجِدَ بِهَيْئَةٍ بَذَّةٍ فَرَجَوْتُ أَنْ تَفْطِنُوا لَهُ فَتَتَصَدَّقُوا عَلَيْهِ فَلَمْ تَفْعَلُوا فَقُلْتُ تَصَدَّقُوا فَتَصَدَّقْتُمْ فَأَعْطَيْتُهُ ثَوْبَيْنِ ثُمَّ قُلْتُ تَصَدَّقُوا فَطَرَحَ أَحَدَ ثَوْبَيْهِ خُذْ ثَوْبَكَ وَانْتَهَرَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান