কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২২. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৩১৮
আন্তর্জাতিক নং: ২৩১৮
ঋতুবতী মহিলার উপর থেকে রোযাকে মুলতবী করা
২৩২০। আলী ইবনে হুজর (রাহঃ) ......... মুআযা আদাবীয়া (রাহঃ) থেকে বর্ণিত যে, এক মহিলা আয়িশা (রাযিঃ)-এর কাছে জিজ্ঞাসা করল যে, ঋতুবতী মহিলা যখন ঋতু থেকে পবিত্র হবে তখন কি সে নামায কাযা করবে? তিনি বললেন, তুমি কি হারুরী গোত্রের মহিলা? আমরা তো রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে ঋতুবতী হতাম এবং যখন পবিত্র হতাম তখন আমাদেরকে রোযা কাযা করার নির্দেশ দেওয়া হল কিন্তু নামায কাযা করার নির্দেশ দেওয়া হত না।
باب وَضْعِ الصِّيَامِ عَنِ الْحَائِضِ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ أَنْبَأَنَا عَلِيٌّ، - يَعْنِي ابْنَ مُسْهَرٍ - عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ مُعَاذَةَ الْعَدَوِيَّةِ، أَنَّ امْرَأَةً، سَأَلَتْ عَائِشَةَ أَتَقْضِي الْحَائِضُ الصَّلاَةَ إِذَا طَهُرَتْ قَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ كُنَّا نَحِيضُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ نَطْهُرُ فَيَأْمُرُنَا بِقَضَاءِ الصَّوْمِ وَلاَ يَأْمُرُنَا بِقَضَاءِ الصَّلاَةِ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩১৯
আন্তর্জাতিক নং: ২৩১৯
ঋতুবতী মহিলার উপর থেকে রোযাকে মুলতবী করা
২৩২১। আমর ইবনে আলী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি আমার উপর রমযানের রোযা অনাদায়ী থেকে যেত তবে আমি তা পুনরায় শাবান মাস না আসা পর্যন্ত কাযা করতাম না।
باب وَضْعِ الصِّيَامِ عَنِ الْحَائِضِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنْ كَانَ لَيَكُونُ عَلَىَّ الصِّيَامُ مِنْ رَمَضَانَ فَمَا أَقْضِيهِ حَتَّى يَجِيءَ شَعْبَانُ .

তাহকীক:
তাহকীক চলমান