কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

২২. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩০৯
আন্তর্জাতিক নং: ২৩০৯
এ প্রসঙ্গে আবু নযরাহ মুনযির ইবনে মালিক ইবনে কাত’আ থেকে বর্ণিত পার্থক্যের উল্লেখ
২৩১১। ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা একবার রমযান মাসে সফর করছিলাম। আমাদের কতক রোযা পালনকারী ছিলেন আর কতক রোযা ভঙ্গকারী ছিলেন। আমাদের রোযা পালনকারীরাও রোযা ভঙ্গকারীদের তিরস্কার করছিলেন না আর রোযা ভঙ্গকারীরাও রোযা পালনকারীদের তিরস্কার করছিলেন না।
باب ذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى أَبِي نَضْرَةَ الْمُنْذِرِ بْنِ مَالِكِ بْنِ قُطَعَةَ فِيهِ
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، قَالَ كُنَّا نُسَافِرُ فِي رَمَضَانَ فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ لاَ يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلاَ يَعِيبُ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩১০
আন্তর্জাতিক নং: ২৩১০
এ প্রসঙ্গে আবু নযরাহ মুনযির ইবনে মালিক ইবনে কাত’আ থেকে বর্ণিত পার্থক্যের উল্লেখ
২৩১২। সাঈদ ইবনে ইয়াকুব তালকানী (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা একবার নবী (ﷺ) এর সাথে সফর করছিলাম। আমাদের মধ্যে কতক রোযা পালনকারী ছিলেন আর কতক রোযা ভঙ্গকারী ছিলেন কিন্তু আমাদের রোযা পালনকারীরাও রোযা ভঙ্গকারীদের তিরস্কার করছিলেন না আর রোযা ভঙ্গকারীরাও রোযা পালনকারীদের তিরস্কার করছিলেন না।
باب ذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى أَبِي نَضْرَةَ الْمُنْذِرِ بْنِ مَالِكِ بْنِ قُطَعَةَ فِيهِ
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالْقَانِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، - وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ - عَنْ أَبِي مَسْلَمَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ كُنَّا نُسَافِرُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ وَلاَ يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلاَ يَعِيبُ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩১১
আন্তর্জাতিক নং: ২৩১১
এ প্রসঙ্গে আবু নযরাহ মুনযির ইবনে মালিক ইবনে কাত’আ থেকে বর্ণিত পার্থক্যের উল্লেখ
২৩১৩। আবু বকর ইবনে আলী (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে একবার সফর করছিলাম, আমাদের কতক রোযা পালন করছিলেন আর কতক রোযা ভঙ্গ করছিলেন।
باب ذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى أَبِي نَضْرَةَ الْمُنْذِرِ بْنِ مَالِكِ بْنِ قُطَعَةَ فِيهِ
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرٍ، قَالَ سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَصَامَ بَعْضُنَا وَأَفْطَرَ بَعْضُنَا .
হাদীস নং:২৩১২
আন্তর্জাতিক নং: ২৩১২
এ প্রসঙ্গে আবু নযরাহ মুনযির ইবনে মালিক ইবনে কাত’আ থেকে বর্ণিত পার্থক্যের উল্লেখ
২৩১৪। আইয়্যুব ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) এবং জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁরা দু’জন রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সফর করছিলেন, তখন রোযা পালনকারীরা রোযা পালন করতেন আর রোযা ভঙ্গকারীরা রোযা ভঙ্গ করতেন। কিন্তু রোযা পালনকারীরাও রোযা ভঙ্গকারীদের তিরস্কার করতেন না আর রোযা ভঙ্গকারীরাও রোযা পালনকারীদের তিরস্কার করতেন না।
باب ذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى أَبِي نَضْرَةَ الْمُنْذِرِ بْنِ مَالِكِ بْنِ قُطَعَةَ فِيهِ
أَخْبَرَنِي أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا مَرْوَانُ، قَالَ حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي نَضْرَةَ الْمُنْذِرِ، عَنْ أَبِي سَعِيدٍ، وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُمَا سَافَرَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَصُومُ الصَّائِمُ وَيُفْطِرُ الْمُفْطِرُ وَلاَ يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلاَ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ .