কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

২২. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২৯০
আন্তর্জাতিক নং: ২২৯০
রোযার অধ্যায়
মনসুর (রাহঃ) এর বর্ণনার পার্থক্য
২২৯৩। ইসমাঈল ইবনে মাসউদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কার উদ্দেশ্যে বের হলেন এবং রোযা শুরু করলেন। যখন উসফান নামক স্থানে পৌছলেন, এক পেয়ালা দুধ চেয়ে নিয়ে তা পান করলেন। শুবা (রাহঃ)-এর বর্ণনায় “রমযান মাসে” এ উল্লেখ রয়েছে। ইবনে আব্বাস (রাযিঃ) বলতেন, যার ইচ্ছা হয় রোযা পালন করবে আর যার ইচ্ছা হয় রোযা ভঙ্গ করে ফেলবে।
كتاب الصيام
باب ذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى مَنْصُورٍ
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى مَكَّةَ فَصَامَ حَتَّى أَتَى عُسْفَانَ فَدَعَا بِقَدَحٍ فَشَرِبَ - قَالَ شُعْبَةُ - فِي رَمَضَانَ فَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ مَنْ شَاءَ صَامَ وَمَنْ شَاءَ أَفْطَرَ .
হাদীস নং: ২২৯১
আন্তর্জাতিক নং: ২২৯১
রোযার অধ্যায়
মনসুর (রাহঃ) এর বর্ণনার পার্থক্য
২২৯৪। মুহাম্মাদ ইবনে কুদামাহ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার রমযানে সফর করলেন এবং রোযা শুরু করে উসফান নামক স্থানে পৌছেলেন। অতঃপর একটি (দুধের) পাত্র চেয়ে নিয়ে তা দিনের বেলায় পান করলেন। লোকজন তাঁকে দেখছিল। তারপর রোযা ভঙ্গ করে ফেললেন। (রোযা ভঙ্গ করতে থাকলেন মক্কা পৌছা পর্যন্ত।)
كتاب الصيام
باب ذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى مَنْصُورٍ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَافَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ عُسْفَانَ ثُمَّ دَعَا بِإِنَاءٍ فَشَرِبَ نَهَارًا يَرَاهُ النَّاسُ ثُمَّ أَفْطَرَ .
হাদীস নং: ২২৯২
আন্তর্জাতিক নং: ২২৯২
রোযার অধ্যায়
মনসুর (রাহঃ) এর বর্ণনার পার্থক্য
২২৯৫। হুমায়দ ইবনে মাসআদাহ (রাহঃ) ......... আওয়াম ইবনে হাওশাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বললেন, আমি মুজাহিদ (রাহঃ) কে বললাম, সফর অবস্থায় রোযা (কি পালন করতে হবে?) তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) (সফর অবস্থায় কখনো) রোযা পালন করতেন (আবার কখনো) রোযা ভঙ্গ করতেন।
كتاب الصيام
باب ذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى مَنْصُورٍ
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ، قَالَ قُلْتُ لِمُجَاهِدٍ الصَّوْمُ فِي السَّفَرِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ وَيُفْطِرُ .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ২২৯৩
আন্তর্জাতিক নং: ২২৯৩
রোযার অধ্যায়
মনসুর (রাহঃ) এর বর্ণনার পার্থক্য
২২৯৬। হিলাল ইবনে আলা (রাহঃ) ......... মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একবার রমযান মাসে রোযা শুরু করে তা সফরের মধ্যে ভঙ্গ করে ফেলেছিলেন।
كتاب الصيام
باب ذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى مَنْصُورٍ
أَخْبَرَنِي هِلاَلُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا حُسَيْنٌ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ أَخْبَرَنِي مُجَاهِدٌ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَامَ فِي شَهْرِ رَمَضَانَ وَأَفْطَرَ فِي السَّفَرِ .
tahqiq

তাহকীক: