কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২২. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১৬৭
আন্তর্জাতিক নং: ২১৬৭
ছাতু এবং খোরমা দ্বারা সাহরী খাওয়া
২১৭১। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (একদা) রাসূলুল্লাহ (ﷺ) সাহরীর সময় বললেন যে, হে আনাস! আমি রোযা পালন করার ইচ্ছা করেছি, তুমি আমাকে কিছু খাবার দাও। তখন আমি তাঁর কাছে কিছু খোরমা এবং পানীয় একটি পাত্র আনলাম। এগুলো আমি বেলাল (রাযিঃ)-এর (সাহরী) আযান দেওয়ার পর এনেছিলাম। তখন তিনি বললেনঃ হে আনাস! একজন লোক তালাশ করে আন সে আমার সাথে আহার করবে।
তখন আমি যায়দ ইবনে ছাবিত (রাযিঃ)-কে ডাকলাম, তিনি এসে বললেনঃ আমি কিছু ছাতূর পানি পান করেছি এবং রোযা পালন করার ইচ্ছা করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমিও তো রোযা পালন করার ইচ্ছা করেছি। অতঃপর তার সাথে সাহরী খেলেন এবং দাঁড়িয়ে গিয়ে দু’রাক'আত নামায (ফজরের সুন্নত) আদায় করে ফজরের ফরয নামায আদায় করার জন্য বের হয়ে গেলেন।
তখন আমি যায়দ ইবনে ছাবিত (রাযিঃ)-কে ডাকলাম, তিনি এসে বললেনঃ আমি কিছু ছাতূর পানি পান করেছি এবং রোযা পালন করার ইচ্ছা করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমিও তো রোযা পালন করার ইচ্ছা করেছি। অতঃপর তার সাথে সাহরী খেলেন এবং দাঁড়িয়ে গিয়ে দু’রাক'আত নামায (ফজরের সুন্নত) আদায় করে ফজরের ফরয নামায আদায় করার জন্য বের হয়ে গেলেন।
باب السُّحُورِ بِالسَّوِيقِ وَالتَّمْرِ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَذَلِكَ عِنْدَ السُّحُورِ " يَا أَنَسُ إِنِّي أُرِيدُ الصِّيَامَ أَطْعِمْنِي شَيْئًا " . فَأَتَيْتُهُ بِتَمْرٍ وَإِنَاءٍ فِيهِ مَاءٌ وَذَلِكَ بَعْدَ مَا أَذَّنَ بِلاَلٌ فَقَالَ " يَا أَنَسُ انْظُرْ رَجُلاً يَأْكُلُ مَعِي " . فَدَعَوْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ فَجَاءَ فَقَالَ إِنِّي قَدْ شَرِبْتُ شَرْبَةَ سَوِيقٍ وَأَنَا أُرِيدُ الصِّيَامَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَأَنَا أُرِيدُ الصِّيَامَ " . فَتَسَحَّرَ مَعَهُ ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ .

তাহকীক:
তাহকীক চলমান