কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২১. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯৪৬
আন্তর্জাতিক নং: ১৯৪৬
মৃত ব্যক্তির জানাযার নামায আদায় করার নির্দেশ
১৯৫০। আলী ইবনে হুজর এবং আমর ইবনে যুররা নিশাপুরী (রাহঃ) ......... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে, তোমাদের এক ভাই (নাজ্জাশী) মৃত্যুবরণ করেছে। তোমরা প্রস্তুত হও এবং তার উপর জানাজার নামায আদায় কর।*
* এই হাদীস দ্বারা ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, মৃত ব্যক্তির অনুপস্থিতিতে জানাযার সালাত জায়েয। কিন্তু আবু হানিফা (রাহঃ)-এর মতে জায়েয নহে, ইহা শুধু রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্যই নির্দিষ্ট ছিল।
* এই হাদীস দ্বারা ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, মৃত ব্যক্তির অনুপস্থিতিতে জানাযার সালাত জায়েয। কিন্তু আবু হানিফা (রাহঃ)-এর মতে জায়েয নহে, ইহা শুধু রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্যই নির্দিষ্ট ছিল।
باب الأَمْرِ بِالصَّلاَةِ عَلَى الْمَيِّتِ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، وَعَمْرُو بْنُ زُرَارَةَ النَّيْسَابُورِيُّ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَخَاكُمْ قَدْ مَاتَ فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ " .

তাহকীক:
তাহকীক চলমান