কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

২০. দিবারাত্রির নফল নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৬৮৯
আন্তর্জাতিক নং: ১৬৮৯
দিবারাত্রির নফল নামাযের অধ্যায়
বিতরের নামায কত রাক’আত?
১৬৯২। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিতরের নামায শেয রাত্রে (পূর্বের আদায়কৃত নামায এর সাথে মিলিত) এক রাকআত।
كتاب قيام الليل وتطوع النهار
باب كَمِ الْوِتْرُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الْوَتْرُ رَكْعَةٌ مِنْ آخِرِ اللَّيْلِ " .
হাদীস নং: ১৬৯০
আন্তর্জাতিক নং: ১৬৯০
দিবারাত্রির নফল নামাযের অধ্যায়
বিতরের নামায কত রাক’আত?
১৬৯৩। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিতরের নামায শেষ রাত্রে (আদায়কৃত নামায সমুহের সাথে মিলিত) এক রাকআত।
كتاب قيام الليل وتطوع النهار
باب كَمِ الْوِتْرُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، وَمُحَمَّدٌ، قَالاَ حَدَّثَنَا ثُمَّ، ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْوَتْرُ رَكْعَةٌ مِنْ آخِرِ اللَّيْلِ " .
হাদীস নং: ১৬৯১
আন্তর্জাতিক নং: ১৬৯১
দিবারাত্রির নফল নামাযের অধ্যায়
বিতরের নামায কত রাক’আত?
১৬৯৪। হাসান ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে রাত্রের নামায সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাত্রের নামায দু’রাকআত দু’রাকআত করে আদায় করবে এবং বিতরের নামায, শেষ রাত্রে (পূর্বের আদায়কৃত নামায সমূহের সাথে মিলিত) এক রাকআত।
كتاب قيام الليل وتطوع النهار
باب كَمِ الْوِتْرُ
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَفَّانَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، مِنْ أَهْلِ الْبَادِيَةِ سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ قَالَ " مَثْنَى مَثْنَى وَالْوَتْرُ رَكْعَةٌ مِنْ آخِرِ اللَّيْلِ " .