কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
১৯. দু' ঈদের নামাযের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫৬৭
আন্তর্জাতিক নং: ১৫৬৭
উভয় ঈদের নামাযে সূরা "ক্বাফ" এবং "ইকতারাবাত" পাঠ করা
১৫৭০। মুহাম্মাদ ইবনে মনসূর (রাহঃ) ......... উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার উমর (রাযিঃ) ঈদের দিনে বের হলেন এবং আবু ওয়াকিদ লায়ছী (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আজকের দিনে কি কোন সূরা নামাযে তিলাওয়াত করতেন? তিনি বললেন, সূরা “ক্বাফ” এবং “ইকতারাবাত”।
باب الْقِرَاءَةِ فِي الْعِيدَيْنِ بِـ { ق } وَ{ اقْتَرَبَتْ }
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ أَنْبَأَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي ضَمْرَةُ بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ خَرَجَ عُمَرُ - رضى الله عنه - يَوْمَ عِيدٍ فَسَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ بِأَىِّ شَىْءٍ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي هَذَا الْيَوْمِ فَقَالَ بِـ ( ق ) وَ( اقْتَرَبَتْ ) .

তাহকীক:
তাহকীক চলমান