কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

১৪. জুমআ'র অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪০০
আন্তর্জাতিক নং: ১৪০০
জুমআর দিন ইমামের খুতবা দেওয়ার সময় আগত ব্যক্তির নামায আদায় করা
১৪০৩। ইবরাহীম ইবনে হাসান ও ইউসুফ ইবনে সাঈদ (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি আসল, তখন নবী (ﷺ) শুক্রবারে মিম্বরের উপর ছিলেন, তিনি তাঁকে বললেন, তুমি কি দু’ রাক’আত নামায আদায় করেছ? সে বলল না, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি নামায আদায় করে নাও।*

* ইমাম শাফিঈ ও ইমাম আহমাদ ইবন হাম্বল (রাহঃ)-এর মতে ইমামের খুতবা প্রদানরত অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে তার জন্য দু' রাকআত তাহিয়্যাতুল মাসজিদ পড়া মুস্তাহাব এবং এ দু' রাকআত পড়ার পূর্বে বসা মাকরূহ। পক্ষান্তরে ইমাম আবু হানীফা ও ইমাম মালিক (রাহঃ)-এর মতে এ অবস্থায় এ দু' রাকআত সালাত পড়বে না। হানাফী মাযহাবের পক্ষ থেকে আলোচ্য হাদীসের বেশ কয়েকটি জবাব প্রদান করা হয়েছে।
باب الصلاة يوم الجمعة لمن جاء والإمام يخطب
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، وَيُوسُفُ بْنُ سَعِيدٍ، - وَاللَّفْظُ لَهُ - قَالاَ حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ لَهُ " أَرَكَعْتَ رَكْعَتَيْنِ " . قَالَ لاَ . قَالَ " فَارْكَعْ " .