কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
১৪. জুমআ'র অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৮৫
আন্তর্জাতিক নং: ১৩৮৫
জুমআয় সকাল সকাল গমন করা
১৩৮৮। নসর ইবনে আলী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, যখন জুমআর দিন হয় ফিরিশতাগণ মসজিদের দরজা সমূহে বসে যান। এবং যারা জুমআর জন্য আসতে থাকেন তাদের নাম লিপিবদ্ধ করতে থাকেন। এরপর যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয়ে আসেন ফিরিশতাগণ খাতা বন্ধ করে দেন।
আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার পর জুমআর প্রথম আগমনকারী একটি উট সাদ্কা কারার ন্যায়, তারপর আগমনকারী একটি গরু সাদ্কাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি বকরী সাদ্কাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি হাঁস সাদ্কাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি মুরগী সাদ্কাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি ডিম সাদ্কাকারীর ন্যায় সাওয়াব পাবে।
আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার পর জুমআর প্রথম আগমনকারী একটি উট সাদ্কা কারার ন্যায়, তারপর আগমনকারী একটি গরু সাদ্কাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি বকরী সাদ্কাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি হাঁস সাদ্কাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি মুরগী সাদ্কাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি ডিম সাদ্কাকারীর ন্যায় সাওয়াব পাবে।
باب التبكير إلى الجمعة
أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ، عَنْ عَبْدِ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الأَغَرِّ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ قَعَدَتِ الْمَلاَئِكَةُ عَلَى أَبْوَابِ الْمَسْجِدِ فَكَتَبُوا مَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَإِذَا خَرَجَ الإِمَامُ طَوَتِ الْمَلاَئِكَةُ الصُّحُفَ " . قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمُهَجِّرُ إِلَى الْجُمُعَةِ كَالْمُهْدِي بَدَنَةً ثُمَّ كَالْمُهْدِي بَقَرَةً ثُمَّ كَالْمُهْدِي شَاةً ثُمَّ كَالْمُهْدِي بَطَّةً ثُمَّ كَالْمُهْدِي دَجَاجَةً ثُمَّ كَالْمُهْدِي بَيْضَةً " .
হাদীস নং:১৩৮৬
আন্তর্জাতিক নং: ১৩৮৬
জুমআয় সকাল সকাল গমন করা
১৩৮৯। মুহাম্মাদ ইবনে মনসুর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি অত্র হাদীসকে সনদ সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) পর্যন্ত পৌছিয়েছেন। নবী (ﷺ) বলেন যে, যখন জুমআর দিন হয় মসজিদের দরজা সমুহের প্রত্যেক দরজায় ফিরিশতাগণ বসে থাকেন। তারা মর্যাদা অনুযায়ী আগমনকারীদের নাম লিখে নেন। প্রথম আগমনকারীর নাম প্রথমে, যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয়ে আসেন তখন তাঁদের খাতা বন্ধ করে দেওয়া হয় এবং তাঁরা খুতবা শুনতে থাকেন। অতএব, সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার পর জুম’আয় প্রথম আগমনকারী একটি উট সাদ্কাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি গরু সাদ্কাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি ভেড়া সাদ্কাকারীর ন্যায় সাওয়াব পাবে। এমনকি তিনি মুরগি এবং ডিমের কথাও উল্লেখ করেছিলেন।
باب التبكير إلى الجمعة
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم " إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ مَلاَئِكَةٌ يَكْتُبُونَ النَّاسَ عَلَى مَنَازِلِهِمُ الأَوَّلَ فَالأَوَّلَ فَإِذَا خَرَجَ الإِمَامُ طُوِيَتِ الصُّحُفُ وَاسْتَمَعُوا الْخُطْبَةَ فَالْمُهَجِّرُ إِلَى الصَّلاَةِ كَالْمُهْدِي بَدَنَةً ثُمَّ الَّذِي يَلِيهِ كَالْمُهْدِي بَقَرَةً ثُمَّ الَّذِي يَلِيهِ كَالْمُهْدِي كَبْشًا " . حَتَّى ذَكَرَ الدَّجَاجَةَ وَالْبَيْضَةَ .
হাদীস নং:১৩৮৭
আন্তর্জাতিক নং: ১৩৮৭
জুমআয় সকাল সকাল গমন করা
১৩৯০। রবী ইবনে সুলাইমান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, ফিরিশতাগণ জুমআর দিনে মসজিদের দরজাসমুহে বসে থাকেন, তাঁরা মর্যাদা অনুসারে মানুষের নাম লিপিবদ্ধ করতে থাকেন। ফলে কতক মানুষ সেই লিষ্টে উট সাদ্কাকারীর ন্যায়, কতক মানুষ গরু সাদ্কাকারীর ন্যায়, কতক মানুষ বকরী সাদ্কাকারীর ন্যায়, কতক মানুষ ভেড়া সাদ্কাকারীর ন্যায়, কতক মানুষ চড়ুই সাদ্কাকারীর ন্যায় এবং কতক মানুষ ডিম সাদ্কাকারীর ন্যায় (সাওয়াবের দিক থেকে)।
باب التبكير إلى الجمعة
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَ أَنْبَأَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " تَقْعُدُ الْمَلاَئِكَةُ يَوْمَ الْجُمُعَةِ عَلَى أَبْوَابِ الْمَسْجِدِ يَكْتُبُونَ النَّاسَ عَلَى مَنَازِلِهِمْ فَالنَّاسُ فِيهِ كَرَجُلٍ قَدَّمَ بَدَنَةً وَكَرَجُلٍ قَدَّمَ بَقَرَةً وَكَرَجُلٍ قَدَّمَ شَاةً وَكَرَجُلٍ قَدَّمَ دَجَاجَةً وَكَرَجُلٍ قَدَّمَ عُصْفُورًا وَكَرَجُلٍ قَدَّمَ بَيْضَةً " .