কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

১১. নামায শুরু করার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৬০
আন্তর্জাতিক নং: ৯৬০
সূরা নাজম এ সিজদা না করা।
৯৬৩। আলী ইবনে হুজর (রাহঃ) ......... আতা ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি যায়দ ইবনে ছাবিত (রাযিঃ) কে ইমামের সাথে কিরাআত পড়া সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বললেন, ইমামের সাথে কোন নামাযে কিরাআত নেই। আর বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে ওয়ান নাজমি পড়েছে। কিন্তু তিনি সিজদা করেননি।*

* সম্ভবত রাসূলুল্লাহ্ (ﷺ) ঐ সময় উযু অবস্থায় ছিলেন না। তাই সিজদা পরে করেছেন। আর যায়দ (রাযিঃ) মনে করেছেন যে, তিনি সিজদা করেন নি। কিংবা যায়দ (রাযিঃ)-এর কথার অর্থ এ হতে পারে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাৎক্ষণিকভাবে সিজদা করেন নি, বরং পরে করেছেন। সুতরাং এ হাদীসদ্বয় সিজদা না করা প্রমাণিত হয় না।
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ زَيْدَ بْنَ ثَابِتٍ عَنِ الْقِرَاءَةِ، مَعَ الإِمَامِ فَقَالَ لاَ قِرَاءَةَ مَعَ الإِمَامِ فِي شَىْءٍ وَزَعَمَ أَنَّهُ قَرَأَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ( وَالنَّجْمِ إِذَا هَوَى ) فَلَمْ يَسْجُدْ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান