কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
১১. নামায শুরু করার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯১০
আন্তর্জাতিক নং: ৯১০
নামাযে ফাতিহা পড়া ওয়াজিব।
৯১৩। মুহাম্মাদ ইবনে মনসুর (রাহঃ) ......... উবাদাহ ইবনে সামিত (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি নামাযে সূরা ফাতিহা পড়েনি তার নামায হয়নি।*
* হাদীসটি মুকতাদী সম্পর্কে নয়, বরং তা ইমাম ও একাকী নামায আদায়কারীর জন্য প্রযোজ্য। মাওলানা আব্দুল আউয়াল জৌনপুরী (রাহঃ) বলেনঃ “ইমামের পেছনে ফাতিহা পড়লে ওয়াজিব লংঘন করা হয়ঃ এক কুরআন শ্রবণের আদেশ লংঘন করা, দুই, নীরবতা পালনের হুকুম উপেক্ষা করা। এজন্যই ইমামের পেছনে ফাতিহা পড়া মাকরূহ"। (ডঃ মুহাম্মাদ আব্দুল্লাহ ; মাওলানা আব্দুল আউয়াল জৌনপুরী (রাহঃ), পৃ, ১৩০)
* হাদীসটি মুকতাদী সম্পর্কে নয়, বরং তা ইমাম ও একাকী নামায আদায়কারীর জন্য প্রযোজ্য। মাওলানা আব্দুল আউয়াল জৌনপুরী (রাহঃ) বলেনঃ “ইমামের পেছনে ফাতিহা পড়লে ওয়াজিব লংঘন করা হয়ঃ এক কুরআন শ্রবণের আদেশ লংঘন করা, দুই, নীরবতা পালনের হুকুম উপেক্ষা করা। এজন্যই ইমামের পেছনে ফাতিহা পড়া মাকরূহ"। (ডঃ মুহাম্মাদ আব্দুল্লাহ ; মাওলানা আব্দুল আউয়াল জৌনপুরী (রাহঃ), পৃ, ১৩০)
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ " .