কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

১০. ইমামত - জামাআতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৬৮
আন্তর্জাতিক নং: ৮৬৮
ইমাম নামাযরত থাকা অবস্থায় যে ফজরের দু’রাক'আত সুন্নত নামায পড়ে
৮৬৯। ইয়াহয়া ইবনে হাবীব ইবনে আরাবী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে সারজিস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আগমন করল রাসূলুল্লাহ (ﷺ) তখন ফজরের নামায আদায় করছিলেন। সে ব্যক্তি দু রাক’আত নামায আদায় করে নামাযে শরীক হলো। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নামায শেষ করে বললেনঃ হে অমুক! তোমার নামায কোনটি, তুমি যে নামায আমাদের সাথে আদায় করেছ সেটি, না যে নামায একা আদায় করেছ?
فيمن يصلي ركعتي الفجر والإمام في الصلاة
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، قَالَ جَاءَ رَجُلٌ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي صَلاَةِ الصُّبْحِ فَرَكَعَ الرَّكْعَتَيْنِ ثُمَّ دَخَلَ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَتَهُ قَالَ " يَا فُلاَنُ أَيُّهُمَا صَلاَتُكَ الَّتِي صَلَّيْتَ مَعَنَا أَوِ الَّتِي صَلَّيْتَ لِنَفْسِكَ " .