কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

১০. ইমামত - জামাআতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৫৭
আন্তর্জাতিক নং: ৮৫৭
একাকী নামায আদায় করে পরে জামাআতে আদায় করা
৮৫৮। কুতায়বা (রাহঃ) ......... মিহজান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি এক সময় রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে এক মজলিসে ছিলেন। তখন নামাযের সময় হলে রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়ালেন, তারপর নামায আদায় করে এসে দেখলেন মিহজান (রাযিঃ) সেই মজলিসেই রয়েছেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ তোমাকে নামায আদায় করা থেকে কোন জিনিস বাধা দিল? তুমি কি মুসলমান নও? তিনি বললেন, হ্যাঁ। কিন্তু আমি আমার ঘরে নামায আদায় করে ফেলেছি। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ যখন আসবে, তখন লোকের সাথে নামায আদায় করে নেবে- যদিও পৃর্বে নামায আদায় করে থাক।
إعادة الصلاة مع الجماعة بعد صلاة الرجل لنفسه
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي الدِّيلِ يُقَالُ لَهُ بُسْرُ بْنُ مِحْجَنٍ عَنْ مِحْجَنٍ، أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَذَّنَ بِالصَّلاَةِ - فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ رَجَعَ وَمِحْجَنٌ فِي مَجْلِسِهِ - فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ " . قَالَ بَلَى وَلَكِنِّي كُنْتُ قَدْ صَلَّيْتُ فِي أَهْلِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা