কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
১০. ইমামত - জামাআতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৯১
আন্তর্জাতিক নং: ৭৯১
ইকামতের পর ইমামের কোন প্রয়োজন দেখা দিলে।
৭৯২। যিয়াদ ইবনে আইয়্যুব (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নামাযের ইকামত বলা হলো আর রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির সাথে একান্তে কথা বলছিলেন। তারপর তিনি নামাযে দাঁড়ালেন না, যতক্ষণ না লোকেরা ঘুমিয়ে পড়ল।[১]
[১] বিশেষ জরুরী কাজের জন্য রাসুলুল্লাহ (ﷺ) এরূপ করেছিলেন কিংবা বিশেষ প্রয়োজনে এরূপ করা যে জায়েয, তা বুঝানোর জন্য তিনি এরূপ করেছিলেন।
[১] বিশেষ জরুরী কাজের জন্য রাসুলুল্লাহ (ﷺ) এরূপ করেছিলেন কিংবা বিশেষ প্রয়োজনে এরূপ করা যে জায়েয, তা বুঝানোর জন্য তিনি এরূপ করেছিলেন।
الإمام تعرض له الحاجة بعد الإقامة
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَجِيٌّ لِرَجُلٍ فَمَا قَامَ إِلَى الصَّلاَةِ حَتَّى نَامَ الْقَوْمُ .

তাহকীক:
তাহকীক চলমান