কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৭. আযান - ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৬৫৬
আন্তর্জাতিক নং: ৬৫৬
যে ব্যক্তি দুই ওয়াক্ত নামায একত্রে প্রথম নামাযের সময় অতিবাহিত হওয়ার পর পড়বে, তার আযান।
৬৫৭। ইবরাহীম ইবনে হারুন (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) চলতে চলতে মুযদালিফায় পৌছলেন। সেখানে এক আযান ও দুই ইকামতের সাথে মাগরিব ও ঈশার নামায আদায় করলেন। এ দু-য়ের মধ্যবর্তী সময়ে কোন নামায আদায় করেননি।
الأذان لمن جمع بين الصلاتين بعد ذهاب وقت الأولى منهما
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ هَارُونَ، قَالَ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ دَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى انْتَهَى إِلَى الْمُزْدَلِفَةِ فَصَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِأَذَانٍ وَإِقَامَتَيْنِ وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا .
হাদীস নং:৬৫৭
আন্তর্জাতিক নং: ৬৫৭
যে ব্যক্তি দুই ওয়াক্ত নামায একত্রে প্রথম নামাযের সময় অতিবাহিত হওয়ার পর পড়বে, তার আযান।
৬৫৮। আলী ইবনে হুজর (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবাইর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-এর সঙ্গে মুযদালিফায় ছিলাম। যখন আযান ও ইকামত দেয়া হয়, তখন তিনি আমাদের নিয়ে মাগরিবের নামায আদায় করেন। তারপর তিনি বলেনঃ (আবার) নামায আদায় কর এবং তিনি আমাদের নিযে ঈশার দুই রাক’আত নামায আদায় করেন। আমি জিজ্ঞাসা করলাম এ কোন নামায? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে এ স্থানে এরূপেই নামায আদায় করেছি।
الأذان لمن جمع بين الصلاتين بعد ذهاب وقت الأولى منهما
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنَّا مَعَهُ بِجَمْعٍ فَأَذَّنَ ثُمَّ أَقَامَ فَصَلَّى بِنَا الْمَغْرِبَ ثُمَّ قَالَ الصَّلاَةَ . فَصَلَّى بِنَا الْعِشَاءَ رَكْعَتَيْنِ فَقُلْتُ مَا هَذِهِ الصَّلاَةُ قَالَ هَكَذَا صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي هَذَا الْمَكَانِ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান