কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
৭. আযান - ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৫৩
আন্তর্জাতিক নং: ৬৫৩
বৃষ্টির রাতে জামাআতে হাজির না হয়ে অন্যত্র নামায আদায় করলে আযান দেয়া।
৬৫৪। কুতায়বা (রাহঃ) ......... আমর ইবনে আওস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট সাকীফ গোত্রের এক ব্যক্তি বর্ণনা করেছেন যে, তিনি সফর অবস্থায় বর্ষার এক রাতে নবী (ﷺ)-এর ঘোষককে বলতে শুনেছেনঃ
حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ صَلُّوا فِي رِحَالِكُمْ
″সকলেই আপন আপন স্থানে নামায আদায় করে নিন″।
حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ صَلُّوا فِي رِحَالِكُمْ
″সকলেই আপন আপন স্থানে নামায আদায় করে নিন″।
الأذان في التخلف عن شهود الجماعة في الليلة المطيرة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، يَقُولُ أَنْبَأَنَا رَجُلٌ، مِنْ ثَقِيفٍ أَنَّهُ سَمِعَ مُنَادِيَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَعْنِي فِي لَيْلَةٍ مَطِيرَةٍ فِي السَّفَرِ يَقُولُ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ صَلُّوا فِي رِحَالِكُمْ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৬৫৪
আন্তর্জাতিক নং: ৬৫৪
বৃষ্টির রাতে জামাআতে হাজির না হয়ে অন্যত্র নামায আদায় করলে আযান দেয়া।
৬৫৫। কুতায়বা (রাহঃ) ......... নাফে (রাহঃ) থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) এক রাতে নামাযের জন্য আযান দেন। সে রাত্রে খুব ঠাণ্ডা পড়েছিল ও প্রচণ্ড বাতাস বইছিল। তিনি আযানে বলেনঃ أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ সকলেই আপন আপন স্থানে নামায আদায় করে নিন। কেননা ঠাণ্ডা ও বৃষ্টির রাতে নবী (ﷺ) মুয়াযযিনকে এই কথা ঘোযণা করতে নির্দেশ দিতেন যে, সকলেই আপন আপন স্থানে নামায আদায় করে নিন।
الأذان في التخلف عن شهود الجماعة في الليلة المطيرة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، أَذَّنَ بِالصَّلاَةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ فَقَالَ أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ بَارِدَةٌ ذَاتُ مَطَرٍ يَقُولُ أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ .

তাহকীক:
তাহকীক চলমান