কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
৭. আযান - ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৪৭
আন্তর্জাতিক নং: ৬৪৭
ফজরের আযানে ’আসসালা- তু খাইরুম মিনান্নাওম’ অতিরিক্ত বলা।
৬৪৮। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আবু মাহয়ূবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) এর মুয়াযযিন ছিলাম। আাম ফজরের প্রথম আযানে-[১] حَىَّ عَلَى الْفَلاَحِ এর পরে বলতামঃ
الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ
[১] প্রথম আযান দ্বারা আযান উদ্দেশ্য, ইকামতকে দ্বিতীয় আযান বলে।
الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ
[১] প্রথম আযান দ্বারা আযান উদ্দেশ্য, ইকামতকে দ্বিতীয় আযান বলে।
التثويب في أذان الفجر
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي سَلْمَانَ، عَنْ أَبِي مَحْذُورَةَ، قَالَ كُنْتُ أُؤَذِّنُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكُنْتُ أَقُولُ فِي أَذَانِ الْفَجْرِ الأَوَّلِ حَىَّ عَلَى الْفَلاَحِ الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ .
হাদীস নং:৬৪৮
আন্তর্জাতিক নং: ৬৪৮
ফজরের আযানে ’আসসালা- তু খাইরুম মিনান্নাওম’ অতিরিক্ত বলা।
৬৪৯। আমর ইবনে আলী (রাহঃ) ......... ইয়াহয়া ও আব্দুর রহমান (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, সুফিয়ান এর অনুরূপ হাদীসে বর্ণনা করেছেন। আবু আব্দুর রহমান (রাহঃ) বলেনঃ এ সনদে উল্লিখিত আবু জাফর আবু জাফর ফাররা নন।
التثويب في أذان الفجر
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، وَعَبْدُ الرَّحْمَنِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ وَلَيْسَ بِأَبِي جَعْفَرٍ الْفَرَّاءِ