কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৭. আযান - ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৬৪৩
আন্তর্জাতিক নং: ৬৪৩
আযান দেয়ার সময় মুয়াযযিন কি করবে?
৬৪৪। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্থিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ) এর নিকট উপস্থিত হলাম। তখন বিলাল (রাযিঃ) বের হলেন এবং আযান দিলেন। তিনি আযান দেয়ার সময় ডানদিকে এবং বামদিকে এভাবে মুখ ফিরালেন।
كيف يصنع المؤذن في أذانه
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَخَرَجَ بِلاَلٌ فَأَذَّنَ فَجَعَلَ يَقُولُ فِي أَذَانِهِ هَكَذَا يَنْحَرِفُ يَمِينًا وَشِمَالاً .