কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
৩. হায়েয-ইস্তিহাযা-নিফাসের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৬৮
আন্তর্জাতিক নং: ৩৬৮
হলদে রং মেটে এবং রং
৩৬৮। আমর ইবনে যুরারা (রহঃ ......... মুহাম্মাদ ইবনে সীরীন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উম্মে আতিয়্যা (রাযিঃ) বলেছেনঃ আমরা হলদে রং এবং মেটে রং এর রক্তকে হায়যের কোন বস্তু মনে করতাম না।
باب الصفرة والكدرة
أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ قَالَتْ أُمُّ عَطِيَّةَ كُنَّا لاَ نَعُدُّ الصُّفْرَةَ وَالْكُدْرَةَ شَيْئًا .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: