কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
২. পানির যাবতীয় বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩২৫
আন্তর্জাতিক নং: ৩২৫
আল্লাহ তাআলার বাণীঃ "এবং আমি আকাশ হতে বিশুদ্ধ পানি বর্ষণ করি" (২৫ঃ ৪৮)। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন: "এবং আকাশ হতে তোমাদের উপর পানি বর্ষণ করেন তদ্বারা তোমাদের পবিত্র করার জন্য" (৮ঃ ১১)। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন: "এবং যদি পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে" (৮ঃ ১১)।
৩২৬। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) এর সহধর্মিণীদের মধ্যে একজন জানাবাতের গোসল করলে তার গোসলের উদ্ধৃত্ত পানি দ্বারা রাসূলুল্লাহ (ﷺ) উযু করলেন। পরে তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট তা উল্লেখ করলে তিনি বলেনঃ পানিকে কোন বস্তুই নাপাক করে না।
قال الله عز وجل: {وأنزلنا من السماء ماء طهورا} [الفرقان: 48] وقال عز وجل: {وينزل عليكم من السماء ماء ليطهركم به} [الأنفال: 11]، وقال تعالى: {فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا} [النساء: 43]
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ بَعْضَ، أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اغْتَسَلَتْ مِنَ الْجَنَابَةِ فَتَوَضَّأَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِفَضْلِهَا فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَ " إِنَّ الْمَاءَ لاَ يُنَجِّسُهُ شَىْءٌ " .

তাহকীক:
তাহকীক চলমান