কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
المجتبى من السنن للنسائي
১. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৬
আন্তর্জাতিক নং: ১৩৬
ওযুর উদ্ধৃত্ত পানি দ্বারা লাভবান হওয়া
১৩৬। আবু দাউদ সুলাইমান ইবনে সায়ফ (রাহঃ) ......... আবু হাইয়্যাহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমি আলী (রাযিঃ) কে দেখলাম, তিনি তিন-তিন বার করে (উযুর অঙ্গগুলো ধৌত করে) উযু করলেন, পরে দাঁড়ালেন এবং উযুর উদ্ধৃত্ত পানি পান করলেন, আর বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যেরূপ করেছিলেন আমি সেরূপ করেছি।
باب الانتفاع بفضل الوضوء
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، سُلَيْمَانُ بْنُ سَيْفٍ قَالَ حَدَّثَنَا أَبُو عَتَّابٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي حَيَّةَ، قَالَ رَأَيْتُ عَلِيًّا - رضى الله عنه - تَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا ثُمَّ قَامَ فَشَرِبَ فَضْلَ وَضُوئِهِ وَقَالَ صَنَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا صَنَعْتُ
হাদীস নং:১৩৭
আন্তর্জাতিক নং: ১৩৭
ওযুর উদ্ধৃত্ত পানি দ্বারা লাভবান হওয়া
১৩৭। মুহাম্মাদ ইবনে মনসূর (রাহঃ) ......... আবু জুহাইফাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বাতহা নামক স্থানে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত ছিলাম। তখন দেখলাম বিলাল (রাযিঃ) তার উযুর অবশিষ্ট পানি পান করলেন, আর লোক সেদিকে দৌড়াচ্ছে। আমিও তার কিছু পেলাম। তারপর তার সম্মুখে একটি লাঠি স্থাপন করা হল। তিনি লোকদের ইমাম হয়ে নামায আদায় করলেন। আর গাধা, কুকুর এবং স্ত্রীলোক তার সম্মুখ দিয়ে চলাচল করছিল।
باب الانتفاع بفضل الوضوء
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ شَهِدْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِالْبَطْحَاءِ وَأَخْرَجَ بِلاَلٌ فَضْلَ وَضُوئِهِ فَابْتَدَرَهُ النَّاسُ فَنِلْتُ مِنْهُ شَيْئًا وَرَكَزْتُ لَهُ الْعَنَزَةَ فَصَلَّى بِالنَّاسِ وَالْحُمُرُ وَالْكِلاَبُ وَالْمَرْأَةُ يَمُرُّونَ بَيْنَ يَدَيْهِ
হাদীস নং:১৩৮
আন্তর্জাতিক নং: ১৩৮
ওযুর উদ্ধৃত্ত পানি দ্বারা লাভবান হওয়া
১৩৮। মুহাম্মাদ ইবনে মনসূর (রাহঃ) ......... সুফিয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি মুনকাদির (রাহঃ) কে বলতে শুনেছেনঃ আমি জাবির (রাযিঃ) কে বলতে শুনেছি, আমি একবার অসুস্থ হলাম। রাসূলুল্লাহ (ﷺ) এবং আবু বকর (রাযিঃ) আমাকে দেখতে আসলেন। তারা দেখলেন আমি জ্ঞানশূন্য হয়ে পড়েছি। এরূপ দেখে রাসূলুল্লাহ (ﷺ) উযু করলেন এবং আমার উপর তার উযুর পানি ছিটিয়ে দিলেন।
باب الانتفاع بفضل الوضوء
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، قَالَ سَمِعْتُ ابْنَ الْمُنْكَدِرِ، يَقُولُ سَمِعْتُ جَابِرًا، يَقُولُ مَرِضْتُ فَأَتَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ يَعُودَانِّي فَوَجَدَانِي قَدْ أُغْمِيَ عَلَىَّ فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَبَّ عَلَىَّ وَضُوءَهُ

তাহকীক:
তাহকীক চলমান