কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫১৮৪
আন্তর্জাতিক নং: ৫২৭৪
১৭৯. সময়কে গালি দেয়া- সম্পর্কে।*
৫১৮৪. মুহাম্মাদ ইবনে সাব্বাহ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, মহান আল্লাহ বলেনঃ বনী আদম সময়কে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়। অথচ আমিই সময়, আমার নিয়ন্ত্রণে সব কিছুই; আমিই রাত-দিনকে (চক্রাকারে) আবর্তিত করি। রাবী ইবনে সারহ (রাহঃ) ইবনে মুসায়্যাব (রাহঃ)-এর স্থলে- সাঈদ (রাহঃ)-এর নাম উল্লেখ করেছেন।
* 'দাহর' বা সময়ের মধ্যে যা কিছু হয়, সবই আল্লাহর নির্দেশে হয়ে থাকে। সময় কিছুই করতে পারে না, বরং সময়ের মধ্যে যা কিছু সংঘটিত হয়, সবই আল্লাহর হুকুমে হয়। কাজেই সময়কে গালি দেয়ার অর্থ হলো- আল্লাহর নির্দেশের সমালোচনা করা এবং আল্লাহকেই মন্দ বলা, যা খুবই গর্হিত কাজ আর দিন-রাতের পরিবর্তন আল্লাহর হুকুমে হয়ে থাকে। কাজেই, একে গাল-মন্দ করা উচিত নয়। বরং এ সময়ে যদি কারো উপর বিপদাপদ হয়, তবে তার সবর করা উত্তম এবং নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া দরকার, যাতে তার উপর আল্লাহর রহমত নাযিল হয়। - অনুবাদক
* 'দাহর' বা সময়ের মধ্যে যা কিছু হয়, সবই আল্লাহর নির্দেশে হয়ে থাকে। সময় কিছুই করতে পারে না, বরং সময়ের মধ্যে যা কিছু সংঘটিত হয়, সবই আল্লাহর হুকুমে হয়। কাজেই সময়কে গালি দেয়ার অর্থ হলো- আল্লাহর নির্দেশের সমালোচনা করা এবং আল্লাহকেই মন্দ বলা, যা খুবই গর্হিত কাজ আর দিন-রাতের পরিবর্তন আল্লাহর হুকুমে হয়ে থাকে। কাজেই, একে গাল-মন্দ করা উচিত নয়। বরং এ সময়ে যদি কারো উপর বিপদাপদ হয়, তবে তার সবর করা উত্তম এবং নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া দরকার, যাতে তার উপর আল্লাহর রহমত নাযিল হয়। - অনুবাদক
باب فِي الرَّجُلِ يَسُبُّ الدَّهْرَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ بْنِ سُفْيَانَ، وَابْنُ السَّرْحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِيَ الأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ " . قَالَ ابْنُ السَّرْحِ عَنِ ابْنِ الْمُسَيَّبِ مَكَانَ سَعِيدٍ .

তাহকীক:
তাহকীক চলমান