কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫১৪৮
আন্তর্জাতিক নং: ৫২৩৮
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১৬৮. প্রাসাদ নির্মাণ- প্রসঙ্গ।
৫১৪৮. আব্দুর রহীম (রাহঃ) .... দুকায়ন ইবনে সাঈদ মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমরা নবী (ﷺ)-এর কাছে এসে খাদ্য-শস্য চাই। তখন তিনি বলেনঃ হে উমর! তাদের খাদ্য-শস্য দাও। তখন উমর (রাযিঃ) আমাদের একটা প্রাসাদে নিয়ে যান এবং তাঁর ঘর থেকে চাবি নিয়ে-এর দরজা খোলেন।
كتاب الأدب
باب فِي اتِّخَاذِ الْغُرَفِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ مُطَرِّفٍ الرُّؤَاسِيُّ، حَدَّثَنَا عِيسَى، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ دُكَيْنِ بْنِ سَعِيدٍ الْمُزَنِيِّ، قَالَ أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلْنَاهُ الطَّعَامَ فَقَالَ " يَا عُمَرُ اذْهَبْ فَأَعْطِهِمْ " . فَارْتَقَى بِنَا إِلَى عِلِّيَّةٍ فَأَخَذَ الْمِفْتَاحَ مِنْ حُجْزَتِهِ فَفَتَحَ .
তাহকীক:
বর্ণনাকারী: