কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫১৩৭
আন্তর্জাতিক নং: ৫২২৭
১৬১. আল্লাহ তোমার চোখ শীতল রাখুন- এরূপ বলা।
৫১৩৭. সালামা ইবনে শাবীব (রাহঃ) ..... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি জাহিলী যুগে এরূপ বলতাম যে, ’আল্লাহ তোমার চোখকে শীতল করুন। তুমি সকালে শান্তিতে থাক।’ কিন্তু ইসলামের প্রথম যুগে আমাদের এরূপ বলতে নিষেধ করা হয়।

রাবী আব্দুর রাযযাক (রাহঃ) বলেনঃ মুআম্মার (রাহঃ) বলেছেনঃ কোন লোকের এরূপ বলা উচিত নয় যে, ’মহান আল্লাহ তোমার দ্বারা চোখকে শীতল করুন।’ তবে এরূপ বলাতে কোন দোষ নেই যে, ’আল্লাহ তাআলা তোমার দু’চোখকে শীতল করুন।’
باب فِي الرَّجُلِ يَقُولُ أَنْعَمَ اللَّهُ بِكَ عَيْنًا
حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، أَوْ غَيْرِهِ أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، قَالَ كُنَّا نَقُولُ فِي الْجَاهِلِيَّةِ أَنْعَمَ اللَّهُ بِكَ عَيْنًا وَأَنْعِمْ صَبَاحًا فَلَمَّا كَانَ الإِسْلاَمُ نُهِينَا عَنْ ذَلِكَ . قَالَ عَبْدُ الرَّزَّاقِ قَالَ مَعْمَرٌ يُكْرَهُ أَنْ يَقُولَ الرَّجُلُ أَنْعَمَ اللَّهُ بِكَ عَيْنًا وَلاَ بَأْسَ أَنْ يَقُولَ أَنْعَمَ اللَّهُ عَيْنَكَ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান