কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫১৩১
আন্তর্জাতিক নং: ৫২২১
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১৫৬. গালে চুমা দেয়া- সম্পর্কে।
৫১৩১. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... ইয়াস ইবনে দি’ফাল (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু নযরা (রাযিঃ)-কে ইমাম হাসান (রাযিঃ)-এর গালে চুমা দিতে দেখেছি।
كتاب الأدب
باب فِي قُبْلَةِ الْخَدِّ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ إِيَاسِ بْنِ دَغْفَلٍ، قَالَ رَأَيْتُ أَبَا نَضْرَةَ قَبَّلَ خَدَّ الْحَسَنِ بْنِ عَلِيٍّ
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৫১৩২
আন্তর্জাতিক নং: ৫২২২
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১৫৬. গালে চুমা দেয়া- সম্পর্কে।
৫১৩২. আব্দুল্লাহ ইবনে সালিম (রাহঃ) .... বারা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবু বকর (রাযিঃ) যখন প্রথম মদীনায় আসেন, তখন আমি তাঁর সঙ্গে ছিলাম। এ সময় তাঁর মেয়ে আয়িশা (রাযিঃ) জ্বরাক্রান্ত হয়ে শুয়েছিলেন। আবু বকর (রাযিঃ) তাঁর কাছে যান এবং তাঁকে বলেনঃ হে আমার প্রিয় কন্যা! তুমি কেমন আছ? এরপর তিনি তাঁর গালে চুমা দেন।
كتاب الأدب
باب فِي قُبْلَةِ الْخَدِّ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ دَخَلْتُ مَعَ أَبِي بَكْرٍ أَوَّلَ مَا قَدِمَ الْمَدِينَةَ فَإِذَا عَائِشَةُ ابْنَتُهُ مُضْطَجِعَةٌ قَدْ أَصَابَتْهَا حُمَّى فَأَتَاهَا أَبُو بَكْرٍ فَقَالَ لَهَا كَيْفَ أَنْتِ يَا بُنَيَّةُ وَقَبَّلَ خَدَّهَا .
তাহকীক: