কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৫০১৭
আন্তর্জাতিক নং: ৫১০৫
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১১৪. নব-জাতকের কানে আযান দেয়া- সম্পর্কে।
৫০১৭. মুসাদ্দাদ (রাহঃ) ..... উবাইদুল্লাহ ইবনে আবু রাফি (রাযিঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে আযান দিতে দেখেছি হাসান ইবনে আলী (রাযিঃ)-এর কানে, যখন ফাতিমা (রাযিঃ) তাকে প্রসব করেন, নামাযের আযানের ন্যায়।
كتاب الأدب
باب فِي الصَّبِيِّ يُولَدُ فَيُؤَذَّنُ فِي أُذُنِهِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي عَاصِمُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ - حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ - بِالصَّلاَةِ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৫০১৮
আন্তর্জাতিক নং: ৫১০৬
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১১৪. নব-জাতকের কানে আযান দেয়া- সম্পর্কে।
৫০১৮. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বাচ্চাদের আনা হলে, তিনি তাদের বরকতের জন্য দুআ করতেন।
রাবী ইউসুফ (রাহঃ) অতিরিক্ত উল্লেখ করেন যে, নবী (ﷺ) খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দেতেন। এ হাদীসে বরকতের জন্য দুআ করতেন, এর উল্লেখ নেই।
রাবী ইউসুফ (রাহঃ) অতিরিক্ত উল্লেখ করেন যে, নবী (ﷺ) খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দেতেন। এ হাদীসে বরকতের জন্য দুআ করতেন, এর উল্লেখ নেই।
كتاب الأدب
باب فِي الصَّبِيِّ يُولَدُ فَيُؤَذَّنُ فِي أُذُنِهِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، ح وَحَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُؤْتَى بِالصِّبْيَانِ فَيَدْعُو لَهُمْ بِالْبَرَكَةِ - زَادَ يُوسُفُ - وَيُحَنِّكُهُمْ وَلَمْ يَذْكُرْ بِالْبَرَكَةِ .
তাহকীক:
হাদীস নং: ৫০১৯
আন্তর্জাতিক নং: ৫১০৭
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১১৪. নব-জাতকের কানে আযান দেয়া- সম্পর্কে।
৫০১৯. মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে জিজ্ঞাসা করেনঃ তোমাদের কেউ কি ’মুগাররিবদের’ দেখেছ? তখন আমি বলিঃ মুগাররিব কি? তিনি বলেনঃ মুগাররিব তাদের বলা হয়, যাদের সাথে জ্বীনের শরীক থাকে।
كتاب الأدب
باب فِي الصَّبِيِّ يُولَدُ فَيُؤَذَّنُ فِي أُذُنِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْعَطَّارُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ حُمَيْدٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلْ رُئِيَ - أَوْ كَلِمَةً غَيْرَهَا - فِيكُمُ الْمُغَرِّبُونَ " . قُلْتُ وَمَا الْمُغَرِّبُونَ قَالَ " الَّذِينَ يَشْتَرِكُ فِيهِمُ الْجِنُّ " .
তাহকীক: